ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২১:০৮, ৭ ডিসেম্বর ২০২৫
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন। ছবি: সমাজকাল
ঠাকুরগাঁও-২ (হরিপুর–বালিয়াডাঙ্গী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম এর মনোনয়ন বাতিল এবং সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলাকে পুনরায় প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল করেছে হরিপুর উপজেলা বিএনপির একাংশ।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে হরিপুরের চৌরঙ্গী বাজার চৌরাস্তায় নেতা-কর্মীরা এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন—ডাঙ্গীপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদ আলী,ডাঙ্গীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম,হরিপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আলম,হরিপুর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল-আসকার সুজন,যুবদল নেতা বেলাল এবং আবু সাইদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিএনপির ঘোষিত প্রার্থী ডা. আব্দুস সালাম অতীতে দলে সক্রিয় ছিলেন না, ফলে তার মনোনয়ন স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে গভীর ক্ষোভ তৈরি করেছে। তাদের আশঙ্কা—“এই প্রার্থী পরিবর্তন না হলে বিএনপি ঠাকুরগাঁও-২ আসন হারাতে পারে।”
নেতাকর্মীরা আরও বলেন, জেড মর্তুজা চৌধুরী তুলা স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে দলের কঠিন সময়ে সবসময় নেতা-কর্মীদের পাশে ছিলেন। তাঁর স্থানীয় জনপ্রিয়তা ও সাংগঠনিক গ্রহণযোগ্যতা বেশি হওয়ায় তাঁকেই প্রার্থী করা উচিত।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,“তুলাকে মনোনয়ন না দিলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।”
