শিবগঞ্জ সীমান্তে ৬ ভারতীয় মোবাইলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০:৫৫, ৭ ডিসেম্বর ২০২৫
শিবগঞ্জ সীমান্তে ৬ ভারতীয় মোবাইলসহ আটক ১। ছবি: সমাজকাল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাই মোবাইল ফোন পাচারের একটি প্রচেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখের আলী গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৬টি ভারতীয় ব্যবহৃত মোবাইল উদ্ধার করে। এ সময় কালুপুর গ্রামের নুরুল ইসলামের(প্রয়াত) ছেলে মোঃ সাগর ইসলাম (৪০)–কে ঘটনাস্থল থেকেই আটক করে।
সাগর ইসলামকে শিবগঞ্জ থানায় হস্তান্তর ও উদ্ধারকৃত মোবাইলগুলোও জমা দেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, জানান, সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, “বিজিবি চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
