হিলিতে ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:০১, ৭ ডিসেম্বর ২০২৫
হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু। ছবি: সমাজকাল
দীর্ঘ ৩ মাস ৮ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়।
হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে পর্যায়ক্রমে মসলাজাতীয় পণ্য পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। এমতাবস্থায় ডিসেম্বরের শুরু থেকে শনিবার পর্যন্ত হিলিসহ দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৫০ টাকায়। ফলে পেঁয়াজের দাম নিয়ে ভোক্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তারা আরও জানান, দেশে পেঁয়াজের দামের অস্থিরতা ঠেকাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার গতকাল শনিবার রাতে আমদানি করার সিদ্ধান্ত নেয়। এই খবর ছড়িয়ে পড়লে আজ রোববার সকাল থেকে হিলি সহ দেশের বিভিন্ন বাজারে দাম কমতে শুরু করে। ফলে কেজিতে অন্তত ৩০ থেকে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।
বন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশ করে। দেশের বাজারে যাতে আমদানিকৃত পেঁয়াজগুলো দ্রুত পৌঁছাতে পারে, সেজন্য খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করার জন্য প্রায় ২০ জন আমদানিকারক আইপি (অনুমতি) পেয়েছেন। আজ বিকেলে পেঁয়াজবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। পেঁয়াজগুলো পরীক্ষা-নিরীক্ষা করার পর খালাসের অনুমতি দেওয়া হচ্ছে। এখন থেকে সরকারের বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।
