ফরিদপুরে এ. কে. আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২২:২৯, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:২৬, ২০ অক্টোবর ২০২৫

ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদের গণসংযোগে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে পরমানন্দপুর বাজার এলাকায় গণসংযোগে যান এ. কে. আজাদ। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই সেখানে যুবদলের একদল নেতাকর্মী উপস্থিত হন এবং পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। এ সময় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ অবস্থায় ছিলেন এ. কে. আজাদ ও তার সঙ্গে থাকা কর্মীরা। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তারা নিরাপদে সেখান থেকে বের হয়ে আসেন।
ঘটনার সময় এ. কে. আজাদের গাড়িবহরের একটি গাড়ি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার পরপরই পরমানন্দপুর বাজার এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়। বাজারের একাধিক দোকান আংশিকভাবে বন্ধ হয়ে পড়ে। তবে রাত পর্যন্ত বড় কোনো সহিংসতা বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, বর্তমানে এলাকা শান্ত আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্য হিসেবে এ. কে. আজাদ সম্প্রতি ফরিদপুরে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। স্থানীয় পর্যায়ে তার এই গণসংযোগকে কেন্দ্র করে কিছুদিন ধরেই উত্তেজনা দেখা যাচ্ছিল।