ওয়ানডে সিরিজ
ভারতকে সহজেই হারাল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:১৭, ১৯ অক্টোবর ২০২৫

টি-টোয়েন্টির ম্যাচে ১৩১ রানের লক্ষ্য তেমন বড় নয়। সেটি-ই বাস্তবে রূপ নিল অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়ামে। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ভারতকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
রবিবার (১৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।
২৬ ওভারে ভারতের করা ১৩৬ রানের জবাবে মাত্র ২১.১ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক মিচেল মার্শ ৫২ বলে ৪৬ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনিই হয়েছেন ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ)।
ট্রাভিস হেডের দ্রুত বিদায়ের পর (৫ বলে ৮), দ্বিতীয় উইকেটে ম্যাথু শর্টকে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন মার্শ। এরপর উইকেটকিপার জশ ফিলিপের সঙ্গে যোগ করেন আরও ৫৫ রান। ফিলিপে খেলেছেন ২৯ বলে ৩৭ রানের কার্যকর ইনিংস।
শেষ দিকে অভিষিক্ত ম্যাট রেনশ ২৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। তাঁর ব্যাট থেকেই আসে জয়সূচক রান।
দিনের শুরুটা ভারতের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। বহু প্রতীক্ষার পর দলে ফেরা দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা (৮ রানে) ও বিরাট কোহলি (০) দ্রুত ফিরেছেন সাজঘরে। অধিনায়ক শুবমান গিলও (১০) থিতু হতে পারেননি।
বৃষ্টি বারবার বাধা দেয় ভারতের ইনিংসে। মোট চারবার খেলা বন্ধ হয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২৬ ওভারে ভারত সংগ্রহ করে ১৩৬/৯।
লোকেশ রাহুল (৩১ বলে ৩৮) ও অক্ষর প্যাটেল (৩৮ বলে ৩১) ছিলেন দলের দুই সর্বোচ্চ রানসংগ্রাহক।
অজি বোলারদের মধ্যে জশ হ্যাজলউড, বেন ওয়েন এবং ম্যাট কুনেমান প্রত্যেকে নেন দুইটি করে উইকেট।
ভারতীয় ব্যাটাররা স্পিন ও সুইং—দুই দিক থেকেই সমস্যায় পড়েন।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, অ্যাডিলেডে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২৬ ওভারে ১৩৬/৯ (রাহুল ৩৮, অক্ষর ৩১, রেড্ডি ১৯*; হ্যাজলউড ২/২০, ওয়েন ২/২০, কুনেমান ২/২৬)
অস্ট্রেলিয়া: ২১.১ ওভারে ১৩১/৩ (মার্শ ৪৬*, ফিলিপে ৩৭, রেনশ ২১*; সুন্দর ১/১৪)
ফল: অস্ট্রেলিয়া জয়ী ৭ উইকেটে (ডিএলএস পদ্ধতিতে)
ম্যান অব দ্য ম্যাচ: মিচেল মার্শ