রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

মেসির হ্যাটট্রিকে প্লে-অফ নিশ্চিত ইন্টার মায়ামি 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩:৪৪, ১৯ অক্টোবর ২০২৫

মেসির হ্যাটট্রিকে প্লে-অফ নিশ্চিত ইন্টার মায়ামি 

মেজর লিগ সকার (এমএলএস)-এর শেষ ম্যাচে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে শুধু ইন্টার মায়ামিকে ৫–২ ব্যবধানে ন্যাশভিল এসসির বিরুদ্ধে জেতাননি, একই সঙ্গে প্রায় নিশ্চিত করেছেন মর্যাদাপূর্ণ গোল্ডেন বুট পুরস্কারও।

এই জয়ের মধ্য দিয়ে পূর্বাঞ্চলে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইন্টার মায়ামি, ফলে সরাসরি জায়গা পেয়ে গেছে এবারের প্লে-অফে। মায়ামির প্রথম রাউন্ডের প্রতিপক্ষও আবার সেই ন্যাশভিল এসসি।

প্রথমার্ধে কিছুটা স্থবির থাকলেও ৩৪ মিনিটে জর্দি আলবার পাস থেকে মেসির বাঁ-পায়ের অসাধারণ কার্ভ শটে গোল পায় মায়ামি। তবে ৪৩ মিনিটে স্যাম সারিজ এবং ইনজুরি টাইমে জেকব শাফেলবার্গের গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় ন্যাশভিল।

৬৩ মিনিটে লুইস সুয়ারেজের শটে প্রতিপক্ষের হাতে বল লাগলে পেনাল্টির সুযোগ পান মেসি—নির্ভুলভাবে গোলরক্ষক উইলিসকে ছলনা করে জালে পাঠান বল। ৬৭ মিনিটে বালতাসার রদ্রিগেসের গোলে মায়ামি এগিয়ে যায় ৩–২ ব্যবধানে। এরপর ৮১ মিনিটে আবারও মেসির বাঁ-পায়ের কার্ভে বল জালে, হ্যাটট্রিক পূর্ণ হয় তার। শেষ মুহূর্তে তেলাস্কো সেগোভিয়ার গোল মায়ামির ৫–২ ব্যবধানে জয়ের সিলমোহর দেয়।

মৌসুমের শেষ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ২৮ ম্যাচে ২৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লস অ্যাঞ্জেলেস এফসির দেনিস বুয়াঙ্গা আছেন ২৭ গোলে। অর্থাৎ, এমএলএস ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টাইন জাদুকর।

গোল ও পারফরম্যান্স—দুই ক্ষেত্রেই লিওনেল মেসি প্রমাণ করেছেন, বয়স শুধুই সংখ্যা। মায়ামির সাফল্যের নেপথ্যে তাঁর নেতৃত্ব, কৌশল ও ফিনিশিং ক্ষমতাই ছিল সবচেয়ে বড় শক্তি। এবার এমভিপি (সেরা খেলোয়াড়) পুরস্কারও তাঁর হাতে ওঠা সময়ের ব্যাপার মাত্র।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন