রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী বিএনপি গঠনের আহ্বান 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি 

প্রকাশ: ১৯:২৮, ১৯ অক্টোবর ২০২৫

তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী বিএনপি গঠনের আহ্বান 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বতীপুর-ফুলবাড়ী আসনের সাবেক সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গণমানুষের মুক্তির লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তার আদর্শেই অনুপ্রাণিত থেকে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।”

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিএনপি গড়ে তুলতে হলে দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যের ভিত্তিতে কাজ করতে হবে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৬টায় পার্বতীপুর উপজেলা জিয়া পরিষদ ও লাইব্রেরি জিয়া পরিষদের নতুন কার্যালয়ের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর ছিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জরুল আজিজ পলাশ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এজেডএম রেজওয়ানুল হক আরও বলেন, “আজকের রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জিয়াউর রহমানের আদর্শে দৃঢ় থাকতে হবে। সংগঠনের ভিত্তি যত শক্ত হবে, ততই তারেক রহমানের নেতৃত্বে একটি জনগণের দল হিসেবে বিএনপি আবার মাথা উঁচু করে দাঁড়াবে।”

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন