স্বপ্নবাজ তরুণদের ছোঁয়ায় বদলে যাবে দেশ : চাকসু ভিপি রনি
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫৮, ১৯ অক্টোবর ২০২৫

রঙিন সাজে সেজেছে সবুজ ক্যাম্পাস, প্রাণচাঞ্চল্যে মুখরিত কক্সবাজার সরকারি কলেজ। আজ (রবিবার) সকালে ইসলামী ছাত্রশিবির কক্সবাজার সরকারি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান।
সকাল ৯টা থেকে নবীনদের পদচারণায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নেয়া হয় উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. কাজী মো. বরকত আলী। তিনি বলেন,ইন্টারমিডিয়েট পর্যায় হলো ক্যারিয়ার গঠনের মোক্ষম সময়। এই সময়কে অবহেলা করলে ভবিষ্যতের ভিত্তি দুর্বল হয়ে যাবে। তাই শিক্ষার্থীদের উচিত পরিবার, দেশ ও ধর্মের প্রতি আনুগত্য রেখে এগিয়ে যাওয়া। তবেই জীবনের প্রতিটি ধাপে সফলতা অর্জন করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মো. ইব্রাহিম হোসেন রনি। তিনি বলেন,"ছাত্রশিবির সবসময় এমন একটি প্রজন্ম গড়তে চায়, যারা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায় এবং দেশকে বদলে দেয়। আজকের এই নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবর্তনের হাতিয়ার। ক্যারিয়ার গঠনে লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে। ইন্টারমিডিয়েট হলো সেই পথচলার প্রথম সিঁড়ি।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আইয়ুব আনসারী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জসিম মাহমুদ।
আরও বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, সাবেক জেলা সভাপতি শফিউল আলম খন্দকার, মোহাম্মদ শাহজাহান এবং বর্তমান জেলা সভাপতি আব্দুর রহিম নূরী।
সার্বিকভাবে সফল এই নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা সবাই শিক্ষার্থীদের উদ্দেশে দায়িত্বশীল, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।