রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবি জামায়াতের 

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৭:১৮, ১৯ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবি জামায়াতের 

লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতের ব্যানারে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, রেললাইন হলে জেলার অর্থনীতি, কৃষি ও শিল্প খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ‘রেললাইন স্থাপন হলে আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে। কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। সরকার যেন দ্রুত লক্ষ্মীপুর-চৌমুহনী রেল সংযোগ বাস্তবায়ন করে।’

লিখিত বক্তব্যে জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া জানান, ১৯৭৩ সালে চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেললাইন স্থাপনের জন্য প্রথম মাঠ জরিপ পরিচালিত হয় এবং কয়েকটি সম্ভাব্য স্টেশনের স্থান নির্ধারণ করা হয়। পরে ২০১৪ সালের ৭ আগস্ট লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে রেললাইন স্থাপনের দাবি মন্ত্রণালয়ে দাখিল করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ‘তৎকালীন রেলমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগের নির্দেশনা দিলেও আজও লক্ষ্মীপুরের মানুষ রেল যোগাযোগ থেকে বঞ্চিত।’

অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট লঞ্চ ও ফেরিঘাট থেকে মেঘনা নদীপথে দেশের প্রায় ২৫টি জেলার সঙ্গে নৌ যোগাযোগ রয়েছে। ২০১৭ সালের ১৪ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী এখানে আধুনিক নৌবন্দর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখন রেললাইন স্থাপনের মাধ্যমে এই অঞ্চলকে নৌ ও স্থল উভয় পথে দেশের অর্থনৈতিক মানচিত্রে যুক্ত করার দাবি জোরদার হয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন