জন্মদিনে ‘শেষ’ গান প্রকাশ তাহসানের
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪৪, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:২৩, ১৯ অক্টোবর ২০২৫

বাংলা সংগীতাঙ্গনে দীর্ঘ দুই দশকের পথচলা শেষে অবসরের ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। এবার সত্যি সেই অধ্যায়ের শেষটায় পৌঁছালেন তিনি—প্রকাশ হয়েছে তার সংগীতজীবনের শেষ গান ‘প্রাকৃতিক’।
শনিবার (১৮ অক্টোবর) তাহসানের জন্মদিনে ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি। ‘পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট’-এর ব্যানারে প্রকাশিত গানটি তার দীর্ঘ সংগীতযাত্রার শেষ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
তাহসান এর আগেই শেষ সাক্ষাৎকারে জানিয়েছিলেন—“তিনটা গান তৈরি আছে, কিন্তু আর রিলিজ করব না। হয়তো ‘পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট’-এর শেষ গানটা বের হবে, তারপর আর কোনো নতুন গান নয়।”
২০০৩ সালে ব্যান্ড ‘ব্ল্যাক’-এর জনপ্রিয় অ্যালবাম ‘উৎসবের পর’-এ প্রথমবার শোনা গিয়েছিল ‘প্রাকৃতিক’। তখন গানটি গেয়েছিলেন জন কবির ও তাহসান খান। ২২ বছর পর গানটি নতুন সংগীতায়োজনে ফিরেছে—এবার এককভাবে গেয়েছেন তাহসান নিজেই। কথা ও সুর অপরিবর্তিত রাখা হলেও, যুক্ত হয়েছে আধুনিক সাউন্ড ডিজাইন ও সময়োপযোগী যন্ত্রসংগীতের ছোঁয়া।
‘প্রাকতিক’-এর এই সংস্করণটি যেন তাহসানের সংগীতযাত্রার পূর্ণতা—একজন শিল্পীর আত্মসমর্পণ, এক প্রজন্মের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা কণ্ঠের শেষ প্রতিধ্বনি।