রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

দীপাবলির আগেই মা হলেন পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:৩৮, ১৯ অক্টোবর ২০২৫

দীপাবলির আগেই মা হলেন পরিণীতি চোপড়া

ছবি: সংগৃহীত

অবশেষে অপেক্ষার অবসান। দীপাবলির আগেই মাতৃত্বের স্বাদ পেলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। রবিবার সকালে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

অভিনেত্রী ও তার স্বামী রাঘব চড্ডা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি শেয়ার করেছেন।

তাদের পোস্টে লেখা—“অবশেষে সে এসে গিয়েছে। আমাদের পুত্রসন্তান। এই মুহূর্তের আগের জীবনটা কেমন ছিল, সেটা আমরা মনেই করতে পারছি না। আমাদের কোল পূর্ণ হল, মন আরও পরিপূর্ণ হল।”

আরও যোগ করেন,“আগে আমরা পরস্পরের জন্য ছিলাম, এখন আমাদের দু’জনের কাছেই সব আছে।”

অল্প সময়েই শুভেচ্ছায় ভরে গেছে পরিণীতি ও রাঘবের ইনবক্স। বলিউড থেকে রাজনীতি—সব মহল থেকেই অভিনন্দন জানানো হচ্ছে এই তারকা দম্পতিকে।

রবিবার সকালেই খবর আসে, হাসপাতালে ভর্তি করানো হয়েছে পরিণীতিকে। দুপুর গড়াতেই দম্পতি নিজেরাই জানিয়ে দেন সুখবর। দিল্লিতেই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। জানা গেছে, কিছুদিন সেখানে বিশ্রামে থাকবেন পরিণীতি। বিয়ের পর থেকে তিনি চলচ্চিত্রে নতুন কোনো কাজ করেননি। অন্যদিকে, আম আদমি পার্টির নেতা রাঘবের কর্মস্থলও দিল্লি হওয়ায় আপাতত সেখানেই তাঁদের স্থায়ী আবাস।

চলতি বছরের আগস্টে তারা একসঙ্গে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন, যার উপর লেখা ছিল—
“১ + ১ = ৩”।
ক্যাপশনে পরিণীতি লিখেছিলেন, “আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।”

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয় রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়ার। তাঁদের বিয়ের ছবি ও ভিডিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বলিউডের এই জনপ্রিয় মুখ এবং ভারতের রাজনীতির তরুণ মুখের এই জুটি এখন এক নতুন জীবনের সূচনা করলেন—একটি ছোট্ট প্রাণকে ঘিরে তাঁদের পৃথিবী এখন আরও রঙিন।

আরও পড়ুন