রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

‘বিশ্বসুন্দরী’র সেই গানে পরীমনি ছিলেন অপূর্ব!

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪:২৮, ১৯ অক্টোবর ২০২৫

‘বিশ্বসুন্দরী’র সেই গানে পরীমনি ছিলেন অপূর্ব!

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আবারও স্মরণ করলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার গান ‘তুই কি আমার হবি রে’–এর দুটি স্থিরচিত্র শেয়ার করে তিনি লেখেন—“এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের কাজ। পরীমনিকে গানটিতে অপূর্ব সুন্দর লেগেছিল। এখন পর্যন্ত গানটির ভিউ ১২৬ মিলিয়ন ছাড়িয়েছে।”

ইমরানের এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ভক্তরা পুরোনো স্মৃতি মনে করে পরীমনি ও ইমরানের জুটিবদ্ধ কাজের প্রশংসা করতে থাকেন।
‘বিশ্বসুন্দরী’ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছিলেন সিয়াম আহমেদ। গানে তাদের রসায়ন দর্শকের হৃদয় জয় করেছিল। গানটি গেয়েছিলেন ইমরান ও কনা। কথায় ও সুরে ছিল মায়ার ছোঁয়া, সংগীতায়োজনে ছিল আধুনিক রোমান্টিক আবহ।

গানটি মুক্তির পর দ্রুতই ভাইরাল হয় এবং এখন পর্যন্ত ইউটিউবে ভিউ সংখ্যা ১২৬ মিলিয়নের বেশি। সেই জনপ্রিয়তার স্মৃতিই নতুন করে উসকে দিয়েছেন গায়ক ইমরান।

ইমরানের পোস্টে অসংখ্য মন্তব্যে ভক্তরা লিখেছেন—“গানটা শুনলেই পরীমনির হাসিটা চোখে ভাসে।”
“বাংলা সিনেমায় এমন মিষ্টি রোমান্টিক দৃশ্য অনেক দিন পাইনি।”

ভক্তদের মধ্যে এখন প্রশ্ন— আবার কি পরীমনি ও ইমরান একসঙ্গে নতুন কোনো প্রজেক্টে আসছেন? যদিও ইমরান এ বিষয়ে কিছু বলেননি, তবে তার পোস্টই ইঙ্গিত দেয়, সেই পুরোনো সোনালি দিনগুলো এখনো তার হৃদয়ে গেঁথে আছে।

আরও পড়ুন