প্যারিসের যাদুঘর লুভরে ডাকাতি
নেপোলিয়নের ঐতিহাসিক গয়না লুট, আতঙ্কে পর্যটকদের হুড়োহুড়ি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:২৯, ১৯ অক্টোবর ২০২৫

ছবি: দিমিতর ডিলকফ/এএফপি
ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক লুভর জাদুঘরে রবিবার সকালে ঘটেছে এক অভূতপূর্ব চুরির ঘটনা। জানালা ভেঙে জাদুঘরের ভিতরে প্রবেশ করে চোরেরা নিয়ে গেছে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ও সম্রাজ্ঞি জোসেফিনের গয়না, যার মূল্য লক্ষ লক্ষ ইউরো। ঘটনায় আতঙ্কে ছুটোছুটি শুরু করেন দর্শনার্থীরা, পরে জাদুঘরটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, লুভরের যে অংশটি শ্যেন নদীর ধারে, সেখানে সংস্কারকাজ চলছিল। সেই অংশের একটি লিফট ব্যবহার করেই অভিযুক্ত তিনজন জাদুঘরের ভেতরে প্রবেশ করে। দু’জন ঢোকেন জানলা ভেঙে, আর একজন প্রহরীর মতো বাইরে দাঁড়িয়ে ছিল।
একজন কর্মীর বরাতে জানা গেছে, “দু’জন ভেতরে ঢুকে নেপোলিয়ন ও সম্রাজ্ঞির মোট নয়টি মূল্যবান গয়না—নেকলেস, ব্রোচসহ—চুরি করে নিয়ে যায়।”
এই গয়নাগুলি ১৮০৪ সালে নেপোলিয়নের অভিষেকের পর তৈরি করা হয়। ফরাসি ইতিহাসে এগুলোর ঐতিহাসিক মূল্য অপরিসীম। ফরাসি বিপ্লবের সময় যেসব রাজকীয় গয়না হারিয়ে গিয়েছিল, তার মধ্যেই কিছু পরে উদ্ধার করা হয়; সেগুলোরই কিছু অংশ এবার লুট হয়ে গেল।
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি ‘এক্স’ (সাবেক টুইটার)-এ পোস্ট করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “রবিবার সকালে জাদুঘর খুলতেই ডাকাতির ঘটনা ঘটে। কেউ হতাহত হয়নি। নিরাপত্তার স্বার্থে লুভর আপাতত বন্ধ রাখা হয়েছে।”
ফরাসি সংবাদমাধ্যম ‘ল ফিগারো’ জানায়, সকাল ১০টার পর প্রথম পর্যটক প্রবেশ করতেই চুরির বিষয়টি ধরা পড়ে। পুলিশ তখনই জাদুঘর খালি করে পর্যটকদের বাইরে সরিয়ে দেয় এবং তদন্ত শুরু করে।
এক পর্যটক জানান, “লাইনে হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন। হঠাৎ রক্ষীরা এসে বললেন, জাদুঘর বন্ধ। পরে পুলিশ এসে সবাইকে সরিয়ে দেয়। প্রায় আধঘণ্টা সাইরেন বেজেছে।”
চোখের সামনে এমন ঘটনায় বহু দর্শনার্থী আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন।
লুভরের ইতিহাসে আরেক অধ্যায়
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘর লুভরে রয়েছে ‘মোনালিসা’-র আসল প্রতিকৃতিসহ প্রায় ৩ লক্ষ ৮০ হাজার শিল্পকর্ম, যার মধ্যে ৩৫ হাজার প্রদর্শিত। প্রতি বছর প্রায় ৯০ লাখ দর্শনার্থী এই জাদুঘরে যান।
উল্লেখযোগ্যভাবে, ১৯১১ সালেও এখান থেকে ‘মোনালিসা’ চুরি হয়েছিল, যেটি পরে উদ্ধার করা হয়। শতাধিক বছরের মধ্যে এটি লুভরের সবচেয়ে আলোচিত চুরির ঘটনা হিসেবে ইতিমধ্যেই শিরোনাম দখল করেছে।