রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

সব রাজকীয় অনুষ্ঠানে চাচা অ্যান্ড্রু নিষিদ্ধ করতে পারেন প্রিন্স উইলিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:০৭, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:০৮, ১৯ অক্টোবর ২০২৫

সব রাজকীয় অনুষ্ঠানে চাচা অ্যান্ড্রু নিষিদ্ধ করতে পারেন প্রিন্স উইলিয়াম

ছবি : ক্রিস জ্যাকসন / গেটি ইমেজ

ব্রিটিশ রাজপরিবারে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত মিলছে—ভবিষ্যতে সব রাজকীয় অনুষ্ঠান থেকে তাঁর চাচা প্রিন্স অ্যান্ড্রু এবং তাঁর সাবেক স্ত্রী সারা ফার্গুসনকে নিষিদ্ধ করতে পারেন প্রিন্স উইলিয়াম।

টাইমস ও ডেইলি মেইল জানিয়েছে, এই নিষেধাজ্ঞা কার্যকর হলে রাজ্যাভিষেক থেকে শুরু করে বড়দিনের উদযাপন—সব জায়গা থেকেই অ্যান্ড্রু ও ফার্গুসনকে বাদ দেওয়া হবে।

সূত্রগুলো বলছে, প্রিন্স অ্যান্ড্রুর উপাধি কেড়ে নেওয়ার সিদ্ধান্তে পরামর্শ দিয়েছিলেন স্বয়ং উইলিয়াম। কারণ তিনি মনে করেন, চাচা অ্যান্ড্রু ভবিষ্যতে রাজতন্ত্রের জন্য এক বিশাল বোঝা হয়ে উঠতে পারেন।

টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রাজা হলে উইলিয়াম রাজপরিবারের যাবতীয় কর্মকাণ্ড—সরকারি বা ব্যক্তিগত—যে কোনো পর্যায়েই অ্যান্ড্রুকে নিষিদ্ধ রাখবেন। তিনি মনে করেন, অ্যান্ড্রুর উপস্থিতি রাজতন্ত্রের ভাবমূর্তি নষ্ট করছে এবং যৌন নিপীড়নের শিকারদের কাছে ভুল বার্তা দিচ্ছে।

‘ডাচেস অব ইয়র্ক’ উপাধি হারানো সারা ফার্গুসনের বিরুদ্ধেও সমালোচনা চলছে। সম্প্রতি প্রকাশিত হয় যে, তিনি যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ইমেইল করে প্রকাশ্যে নিন্দা করার জন্য ক্ষমা চেয়েছিলেন এবং তাঁকে নিজের “সুপ্রিম ফ্রেন্ড” বলে সম্বোধন করেছিলেন।

ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, প্রিন্স অ্যান্ড্রু লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং প্রয়াত রানী এলিজাবেথের একজন জ্যেষ্ঠ সহকারীকে জড়িয়ে ফেলেছিলেন। তাঁর এক সরকারি বেতনভুক্ত নিরাপত্তারক্ষীকে তিনি নাকি ভার্জিনিয়া জিউফ্রে সম্পর্কে তদন্ত করতে বলেন, এমনকি তাঁর জন্মতারিখ ও সামাজিক নিরাপত্তা নম্বর পর্যন্ত সরবরাহ করেছিলেন।

এদিকে, এই সপ্তাহেই প্রকাশিত হতে যাচ্ছে যৌন নির্যাতনের শিকার ভার্জিনিয়া জিউফ্রের স্মৃতিকথা, যেখানে তিনি লিখেছেন—“অ্যান্ড্রু মনে করতেন, আমার সঙ্গে যৌন সম্পর্ক করা যেন তাঁর জন্মগত অধিকার।”

এই বক্তব্যের পর থেকেই রাজপরিবারের ভেতরে আবারও অস্বস্তি বেড়েছে।

রাজকীয় বিশ্লেষকদের মতে, প্রিন্স উইলিয়াম রাজতন্ত্রের ভাবমূর্তি রক্ষায় ক্রমেই কড়া অবস্থান নিচ্ছেন। তাঁর দৃষ্টিতে অ্যান্ড্রু এমন এক চরিত্র, যার আচরণে রাজপরিবারের মর্যাদা ও জনবিশ্বাস দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাই তিনি এখনই অ্যান্ড্রু ও সারা ফার্গুসনকে ভবিষ্যতের রাজকীয় আয়োজনে নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন