চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫০, ১৯ অক্টোবর ২০২৫

ছবি : সংগৃহীত
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) রাতে নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাছির উদ্দিন রিয়াজকে গ্রেপ্তার করা হয়। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর
ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকার বাসিন্দা এবং মৃত মঞ্জুর হোসেনের ছেলে। বয়স ৪৫ বছর।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন,“নাছির উদ্দিন রিয়াজের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুইটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দুইটি
মামলার আসামি। এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন থানায় আরও দুইটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।”
ওসি আরও জানান, অন্য কোনো থানায় তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা যাচাই-বাছাই চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে নাছির উদ্দিন রিয়াজকে রাঙ্গুনিয়া থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া চলমান।