সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

গ্র্যামি অ‍্যাওয়ার্ড জয়ী শিল্পী ডি’অ্যাঞ্জেলো আর নেই

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২:১৩, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:১৫, ১৯ অক্টোবর ২০২৫

গ্র্যামি অ‍্যাওয়ার্ড জয়ী শিল্পী ডি’অ্যাঞ্জেলো আর নেই

গ্র্যামি অ‍্যাওয়ার্ড জয়ী ‘ব্রাউন সুগার’ খ‍্যাত আমেরিকান শিল্পী ডি’অ্যাঞ্জেলো আর নেই। দীর্ঘদিন অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন শিল্পী। মঙ্গলবার নিউইয়র্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫১ বছর বয়সী শিল্পী ডি’অ্যাঞ্জেলো। 

ডি’অ্যাঞ্জেলোর পুত্র মাইকেল জুনিয়র কয়েক মাস আগেই তার মা অ্যাঞ্জি স্টোন'কে হারিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে শোক প্রকাশ করে মাইকেল জুনিয়র জানান, "আমি সত্যিই কৃতজ্ঞ এই কঠিন সময়ে আপনারা সবাই প্রার্থনা করেছেন। এই বছরটা আমার জন্য খুব কঠিন এবং দুঃখের। আমি অনুরোধ করব, আপনারা ভবিষ্যতেও আমার জন্য প্রার্থনা করবেন। আমার জন্য এই সময়ের সঙ্গে লড়াই করা মোটেই সহজ হবে না। তবে আমার মা-বাবা দুজনই শিখিয়েছেন, যে কোনো মুহূর্তে নিজেকে শক্ত রাখতে হয়। আমি শুধু সেটুকুই করতে চাই।"

বেশ কয়েক মাস ধরে হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়াই করার পর  গত দুই সপ্তাহ ধরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ডি’অ্যাঞ্জেলোর। অবশেষে গত মঙ্গলবার শিল্পীর শেষ পরিনতি ঘটে। 

মৃত্যুর পরে তাঁর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, "আমাদের পরিবারের উজ্জ্বল এক নক্ষত্র এই জীবনের মতো খসে পড়েছে। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে মাইকেল ডি’অ্যাঞ্জেলো আর্চার গত ১৪ অক্টোবর চিরনিদ্রায় শায়িত হন। গভীর দুঃখের সঙ্গে আমরা এ খবর আপনাদের জানাচ্ছি।"

গ্র্যামি পুরস্কারজয়ী শিল্পীর সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘ব্রাউন সুগার’, ‘মি অ্যান্ড দোজ ড্রিমিং আইজ অফ মাইন’, ‘ডেভিল্‌স পাই’ ইত্যাদি গান অন‍্যতম।

আরও পড়ুন