রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

নিজের বাড়িতেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন চিরঞ্জিত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:৫৩, ১৯ অক্টোবর ২০২৫

নিজের বাড়িতেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন চিরঞ্জিত

ছবি: সংগৃহীত

চিরঞ্জিত চক্রবর্তী — তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখ। রোম্যান্স, থ্রিলার থেকে রাজনৈতিক সিনেমা—প্রায় সব ঘরানায়ই তার দাপট। কিন্তু বাস্তব জীবনে কি কখনও ভয় পেয়েছেন এই অভিজ্ঞ অভিনেতা? ভূত চতুর্দশীর আগে নিজের জীবনের এক শীতল অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তিনি।

চিরঞ্জিত বলেন, “একটা সময় মনে হচ্ছিল, কিছুতেই এখানে থাকা ঠিক নয়। গা ছমছম করছিল। বুঝতে পারছিলাম, ঘরের মধ্যে আমি একা নই।”

সিনেমার সেটে ভয়, আর বাস্তব জীবনে ছায়া

নিজের পরিচালিত সিনেমা ‘ভয়’–এর শুটিং চলাকালীন একবার এক অদ্ভুত মুহূর্তের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। দেবশ্রী রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী— এমন তারকাবহুল সেটে হঠাৎ একটি দৃশ্যের শুটিং চলাকালীন বদলে গিয়েছিল পুরো পরিবেশ।

“একটা জানলা খোলার দৃশ্য নিচ্ছিলাম। হঠাৎ যেন বাতাস থেমে গেল, আলো নিভে এল। সত্যি বলতে, কয়েক সেকেন্ডের জন্য আমিও ভয় পেয়ে গিয়েছিলাম,” বলেন তিনি।

নিজের বাড়ির মধ্যেই ভয়াল অভিজ্ঞতা

কিন্তু তার সবচেয়ে ভৌতিক অভিজ্ঞতা ঘটেছিল নিজেরই ফ্ল্যাটে। সেই সময় স্ত্রী ছিলেন বাপের বাড়ি। চিরঞ্জিত একা ছিলেন। বলেন, “দু’টো ফ্লোরে আমার ফ্ল্যাট। উপরের ফ্ল্যাটে ছবি আঁকার জন্য উঠেছিলাম। কিছুক্ষণ পরেই গা ছমছম করতে শুরু করল। মনে হচ্ছিল, কেউ যেন আছে আশেপাশে।”

তিনি জানান, সেদিন আঁকতে বসেছিলেন সমুদ্র, আকাশ আর মেঘের এক দৃশ্য। বারান্দায় গিয়ে পর্দা সরাতেই শুনতে পান অদ্ভুত এক শব্দ। “ভয় এতটাই চেপে ধরেছিল যে শেষ পর্যন্ত নিচে নেমে আসতে বাধ্য হয়েছিলাম,” স্মৃতিচারণ করেন চিরঞ্জিত।

ভূত চতুর্দশীতে অভিনেতার মনখারাপ

ছোটবেলায় তাদের বাড়িতে ভূত চতুর্দশী পালনের রেওয়াজ ছিল না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় দিনটি তাঁর কাছে বিশেষ হয়ে উঠেছিল— কারণ পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘পর্ণশবরীর শাপ’ এবং ‘নিকষ ছায়া’–র মুক্তি পেয়েছিল এই দিনেই।

“এই বছরটা আলাদা, একটু অন্যরকম লাগছে। হয়তো সেই কারণেই স্মৃতিগুলো আরও জীবন্ত হয়ে উঠেছে,” বলেন তিনি হেসে।

আরও পড়ুন