রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

মেটাল ব্যান্ড লিম্প বিজকিটের প্রতিষ্ঠাতা সদস্য স্যাম রিভার আর নেই

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯:১৮, ১৯ অক্টোবর ২০২৫

মেটাল ব্যান্ড লিম্প বিজকিটের প্রতিষ্ঠাতা সদস্য স্যাম রিভার আর নেই

জনপ্রিয় মেটাল ব্যান্ড লিম্প বিজকিট-এর প্রতিষ্ঠাতা সদস্য ও বেজ গিটারিস্ট স্যাম রিভার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে বিবিসি-র তথ্যানুযায়ী, অতিরিক্ত মদ্যপানের কারণে দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি। স্বাস্থ্যের অবনতি হতে থাকায় তিনি কিছুদিন আগে লিম্প বিজকিট থেকে সরে দাঁড়ান।

এক বিবৃতিতে ব্যান্ডটি জানায়, “স্যাম শুধু আমাদের বেজ প্লেয়ার ছিলেন না, তিনি ছিলেন আমাদের শব্দের আত্মা। প্রথম দিন থেকে আমরা একসঙ্গে সঙ্গীত সৃষ্টি করেছি। স্যাম যে আলো ও সুর আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে, তা কখনও পূরণ হবে না।”

ফ্লোরিডার জ্যাকসনভিল-এ জন্ম নেওয়া স্যাম রিভার ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন। স্কুলজীবনে তিনি টিউবা বাজানো শিখলেও পরবর্তীতে বেস গিটার তার প্রধান যন্ত্রে পরিণত হয়। সেখানেই তার পরিচয় ঘটে লিম্প বিজকিট-এর ভবিষ্যৎ ভোকালিস্ট ফ্রেড ডার্স্ট-এর সঙ্গে।

তারা প্রথমে ‘মালাচি সেজ’ নামে একটি স্বল্পস্থায়ী ব্যান্ড গঠন করেন। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেন ড্রামার জন অট্টো, গিটারিস্ট ওয়েস বরল্যান্ড ও ডিজে লেথাল—আর সেইভাবেই ১৯৯৪ সালে যাত্রা শুরু হয় লিম্প বিজকিট-এর।

২০০০ সালে ব্যান্ডটির জনপ্রিয়তা আকাশচুম্বী হয় যখন রেসলিং কিংবদন্তি দ্য আন্ডারটেকার তার এনট্রান্স মিউজিক হিসেবে ব্যান্ডটির হিট গান “কিপ রোলিন” ব্যবহার করেন। পরবর্তীতে তারা রেসেলম্যানিয়া এক্সআইএক্স -এ লাইভ পারফর্ম করে ইতিহাস সৃষ্টি করে।

স্যাম রিভারের মৃত্যুতে মেটালপ্রেমী ও বিশ্বজুড়ে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর সৃষ্ট সুর ও বাজনা আজও কোটি ভক্তের হৃদয়ে বেজে চলেছে।

আরও পড়ুন