শাহরুখের সঙ্গে সেলফিতে ‘স্কুইড গেম’ তারকা লি জুং জে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১:০৩, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৫২, ১৯ অক্টোবর ২০২৫

দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা লি জুং জে এবার চমকে দিলেন ভারতীয় ও কোরিয়ান সিনেমাপ্রেমীদের। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তার সঙ্গে রয়েছেন বলিউডের কিং খানের উপাধিধারী শাহরুখ খান। ক্যাপশনে লি লিখেছেন, “সম্মানিত বোধ করছি, শ্রদ্ধেয় আইকন মি. @iamsrk এর সঙ্গে।”
ছবিটি তোলা হয়েছে রিয়াদে অনুষ্ঠিত ‘জয় ফোরাম’-এর এক বিশেষ অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন তিন বলিউড সুপারস্টার—শাহরুখ খান, আমির খান এবং সালমান খান। তিন তারকা একসঙ্গে একটি ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেন, যা সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
লি জুং জে আন্তর্জাতিকভাবে পরিচিত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ “স্কুইড গেম”-এর প্রধান চরিত্র সং গি-হুন (প্লেয়ার ৪৫৬) হিসেবে। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে “অ্যাসাসিনেশন” এবং “দ্য থিভস”। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত “স্কুইড গেম ৩”, যা এই প্রশংসিত ফ্র্যাঞ্চাইজির শেষ সিজন হিসেবে প্রকাশিত হয়েছে।
অন্যদিকে, শাহরুখ খান বর্তমানে ব্যস্ত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত “কিং” চলচ্চিত্রের শুটিংয়ে। ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চন। “পাঠান”-এর পর এই সিনেমা শাহরুখের পরবর্তী বড় বাজেটের অ্যাকশন-ড্রামা প্রজেক্ট হিসেবে আলোচনায় আছে।
লি জুং জে ও শাহরুখ খানের এই এক ফ্রেমের মুহূর্তে উচ্ছ্বসিত দুই দেশের ভক্তরাই। কোরিয়ান ও ভারতীয় সিনেমা জগতের তারকাদের এই বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মুহূর্তেই।