নারী ওয়ানডে বিশ্বকাপ
মান্ধানার দুর্দান্ত ইনিংসেও হারল ভারত, জিতে সেমিফাইনালে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩:৫৪, ১৯ অক্টোবর ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ এক ম্যাচে শেষ হাসি হাসল ইংল্যান্ড। ভারতকে ৪ রানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্যদিকে স্মৃতি মান্ধানার ঝড়ো ব্যাটিং সত্ত্বেও জয়ের দেখা পেল না ভারতীয় নারী দল।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (১৯ অক্টোবর) এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ২৮৮ রান। জবাবে ভারত থেমে যায় ২৮৪ রানে।
দুর্দান্ত ইনিংস ছিল মান্ধানার, তবুও…
ভারতের ইনিংসে ওপেনার স্মৃতি মান্ধানা খেলেছেন ৯৪ বলে ৮৮ রানের অসাধারণ ইনিংস। তার ব্যাটে ছিল ১০টি চার ও ২টি ছক্কা। ইনিংসের গতি দেখে মনে হচ্ছিল ১৪তম ওয়ানডে সেঞ্চুরি পেয়ে যাবেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু ৪২তম ওভারে লিনসি স্মিথের বলে অ্যালিস ক্যাপসির হাতে ক্যাচ দিয়ে ফিরলে ম্যাচের গতিপথ পাল্টে যায়।
তখন ভারতের প্রয়োজন ছিল ৫২ বলে ৫৫ রান, হাতে ছিল ৭ উইকেট। কিন্তু মান্ধানার বিদায়ের পর চাপ সামলাতে পারেনি বাকিরা। শেষ পর্যন্ত ৪ রানে হারতে হয় ভারতকে।
ইংল্যান্ডের পক্ষে নাইটের সেঞ্চুরি
ইংল্যান্ডের ইনিংসে উজ্জ্বল ছিলেন হিদার নাইট। ৯১ বলে ১০৯ রানের দারুণ ইনিংস খেলেন এই ব্যাটার। তার ব্যাটে আসে ১৫ চার ও ১ ছক্কা। ওপেনার ট্যামি বেমন্ট করেন ২২ রান, আর উইকেটকিপার অ্যামি জোন্স করেন ৫৬।
অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্টের সঙ্গে নাইট গড়েন ১১৩ রানের জুটি। এই জুটিতেই মূলত বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।
শেষ ওভারের নাটক
ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর করেন ৭০ বলে ৭০ রান। দীপ্তি শর্মা খেলেন ৫০ রানের ইনিংস। কিন্তু শেষ মুহূর্তে তাদের প্রচেষ্টা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৩ রান, কিন্তু লিনসি স্মিথের করা ওভারে আসে মাত্র ৯ রান। ফলে ৪ রানে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় নারীরা।
সেমিফাইনালে ইংল্যান্ড, ভারতের সামনে ‘করো বা মরো’
এই জয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্যদিকে ভারত এখন সমীকরণের জালে। ২৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনালের মতো হয়ে দাঁড়িয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৮ (হিদার নাইট ১০৯, অ্যামি জোন্স ৫৬, সিভার-ব্রান্ট ৩৮)।
ভারত: ৫০ ওভারে ২৮৪ (মান্ধানা ৮৮, হারমানপ্রীত ৭০, দীপ্তি ৫০)।
ফলাফল: ইংল্যান্ড জয়ী ৪ রানে।
ম্যান অব দ্য ম্যাচ: হিদার নাইট (ইংল্যান্ড)।