শিয়ালবাড়িতে আগুন
১৬ মরদেহের ১৪টি স্বজনদের কাছে হস্তান্তর, দুটির স্বজনরা আসেননি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৪, ২০ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুই জনের পরিবারের সদস্যরা না আসায় তাদের মরদেহ হস্তান্তর করা হয়নি।
রবিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে নিহতদের এসব মরদেহ হস্তান্তর করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্প থেকে জানানো হয়েছে, মরদেহ হস্তান্তর কার্যক্রম তদারকি করেন রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান। সঙ্গে ছিলেন উপ-পরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতিটি পরিবারের হাতে দাফন, কাফন ও যাতায়াত খরচ বাবদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও উন্নয়ন সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন।
এর আগে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১৬ জনের পরিচয় শনাক্ত করা হয়। শনাক্তের পর রাতেই পর্যায়ক্রমে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘১৪ জনের পরিবার মর্গে এসে মরদেহ গ্রহণ করেছেন। বাকি দুই পরিবারের সদস্যরা এলে তাদের মরদেহও হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি শাহ আলম কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেখানে বিস্ফোরণে সামনের চারতলা একটি পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখান থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করেন। সেদিন রাতেই মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।