রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

২৭ ঘণ্টা পর নিভল শাহজালালের কার্গো ভিলেজের আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৩, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:০৬, ১৯ অক্টোবর ২০২৫

২৭ ঘণ্টা পর নিভল শাহজালালের কার্গো ভিলেজের আগুন

প্রায় ২৭ ঘণ্টার অবিরাম প্রচেষ্টার পর অবশেষে নিভেছে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘কার্গো ভিলেজে’র আগুন। রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, “অগ্নিকাণ্ডের উৎসস্থলে আগুন নিভে গেছে, এখন কেবল ধোঁয়া ও ধ্বংসস্তূপ অপসারণের কাজ চলছে।”

এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারদিক ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার দূর থেকেও ধোঁয়া দৃশ্যমান ছিল।

অগ্নিনির্বাপণ কাজে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি বাংলাদেশ বিমান, সেনাবাহিনী ও নৌবাহিনীও অংশ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে বিমান ওঠানামা স্থগিত করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে একটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন