আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০২, ১৯ অক্টোবর ২০২৫

শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ রক্ষায় সচেষ্ট— এমন মন্তব্য করে আন্দোলনরত শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) ঘোষণার পর এখন শিক্ষকদের উচিত শ্রেণিকক্ষে ফিরে যাওয়া। সরকার তাদের স্বার্থের বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়েছে।”
সিআর আবরার আরও বলেন, “আমরা জানি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া উচিত। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার মধ্যে অর্থ মন্ত্রণালয় যে বরাদ্দ অনুমোদন করেছে, তা আমাদের পক্ষ থেকে বড় অর্জন। আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি।”
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকরা দায়িত্বশীলতার সঙ্গে শ্রেণিকক্ষে ফিরে গিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করবেন। “সব জায়গায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই আমি শিক্ষক সমাজের প্রতি অনুরোধ রাখছি— ক্লাস শুরু করুন, শিক্ষার্থীদের কাছে ফিরুন,” বলেন উপদেষ্টা।
অর্থ মন্ত্রণালয়ের রবিবারের (১৯ অক্টোবর) আদেশে বলা হয়েছে, বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত নভেম্বর মাস থেকে কার্যকর হবে।
তবে আন্দোলনরত শিক্ষকরা সরকারের এই ৫ শতাংশ বাড়িভাড়া ভাতার ঘোষণা প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন, ন্যায্য দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশনসহ সব কর্মসূচি অব্যাহত থাকবে।