রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

শাহজালালে অগ্নিকাণ্ড ‘নাশকতা কিনা’ প্রশ্নে বিমান উপদেষ্টার ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১২, ১৯ অক্টোবর ২০২৫

শাহজালালে অগ্নিকাণ্ড ‘নাশকতা কিনা’ প্রশ্নে বিমান উপদেষ্টার ক্ষোভ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ‘নাশকতা কিনা’- এমন প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিমান উপদেষ্টা বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে এসে এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। 

এসময় সাংবাদিকরা তাকে ‘এটা নাশকতা কি না?-এমন প্রশ্ন করলে উপদেষ্টা কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত দ্রুত এই প্রশ্ন করাটা কী ঠিক? এটা একটা জাতীয় প্রতিষ্ঠান। এখন আমাদের কাছে সবচেয়ে জরুরি হচ্ছে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু করা ও ক্ষতি নিরূপণ করা।”

এসময় উপদেষ্টা নাশকতা প্রশ্নে আরও বলেন, “এটা এখন বলার সময় নয়, এখন আমাদের কাজ ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং কার্যক্রম স্বাভাবিক করা।”

এর আগে শনিবার দুপুরে কার্গো টার্মিনালের কুরিয়ার অংশে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার ও সিভিল অ্যাভিয়েশনের সদস্যরা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালের কুরিয়ার কার্যক্রমে ব্যবহৃত অংশে শনিবার বেলা সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে এর কারণ নিশ্চিত না হলেও যান্ত্রিক ত্রুটি, বৈদ্যুতিক গোলযোগ বা নাশকতা-সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

অগ্নিকান্ডের সাত ঘন্টা পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয় ও ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হতে থাকে। 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন