সাংবাদিক নিখিল মানখিন আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৩, ১৯ অক্টোবর ২০২৫

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের আকাশ পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক নিখিল মানখিন আর নেই।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে অসুস্থ অবস্থায় ঢাকার ইনসাফ বারাকাহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মার্কেটিং বিভাগের নির্বাহী হিরু মিয়া বলেন, “বাসায় থাকা অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে পরিবারের সদস্যরা উনাকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিন্তু ইসিজি করে দেখা যায় তিনি মারা গেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বাসা থেকে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়েছে।”
নিখিল মানখিনের মরদেহ হাসপাতাল থেকে ময়মনসিংহে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
নিখিল মানখিনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এসময় তাকে একনজর দেখতে হাসপাতালে ছুটে আসেন সহকর্মীরা। হাসিখুশী প্রিয় সহকর্মীর মৃত্যুতে সহকর্মীদের মধ্যে বিষাদ ছুঁয়ে যায়।
দৈনিক ভোরের আকাশ পত্রিকায় যোগ দেওয়ার আগে দৈনিক জনকণ্ঠে কাজ করতেন নিখিল। তিনি স্বাস্থ্যখাত বিষয়ক সাংবাদিকতা করতেন।
সাংবাদিক নিখিল মানখিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।