রাজবাড়ীতে জুয়েলারি দোকানে চুরি, গ্রেপ্তার ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:০৬, ১৯ অক্টোবর ২০২৫

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় সাভার থেকে শিমুল হোসেন (২৬) এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বালিয়াকান্দি বাসস্ট্যান্ডসংলগ্ন রিত্তিকা জুয়েলার্সে গত ১৩ অক্টোবর রাত ১০টা থেকে পরদিন ১৪ অক্টোবর সকাল ১১টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা দোকানের চালের টিন ও নিচের সিলিং রড কেটে ভেতরে প্রবেশ করে। তারা দোকান থেকে সর্বমোট ১৩১ ভরি রূপা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল চুরি করে। চুরি হওয়া মালামালের মূল্য প্রায় চার লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় দোকানের মালিক কার্ত্তিক কুমার পাল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। শনিবার ভোরে বালিয়াকান্দি থানার একটি বিশেষ দল ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শিমুল হোসেন রাজবাড়ীর কালুখালী উপজেলার পাতুরিয়া গ্রামের মো. লাল চাঁদের ছেলে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালুখালীর সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিল এলাকায় তার মাছের ঘেরের টংঘরের নিচে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে ১০৩ ভরি রুপা ও চোরাইকৃত মোবাইল উদ্ধার করে পুলিশ।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশাদার চোর। চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শিমুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।