হবিগঞ্জে ৩ লাখ টাকার ভারতীয় গাঁজাসহ ফুচকা জব্দ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৪, ১৯ অক্টোবর ২০২৫

হবিগঞ্জ সীমান্তে প্রায় তিন লাখ টাকার ভারতীয় গাঁজা ও ফুচকা জব্দ করেছে বিজিবি। চুনারুঘাট ও শ্রীমঙ্গল সীমান্তে পৃথক অভিযানে এসব পণ্য জব্দ হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জানায়, শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা এ অভিযানে ৪০ কেজি ভারতীয় গাঁজা এবং বিপুল পরিমাণ ফুচকা উদ্ধার করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান শনিবার (১৮ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদকদ্রব্য প্রবেশের চেষ্টা চলছে। খবর পেয়ে সাতছড়ি বিওপির বিশেষ টহলদল চা বাগান এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
অন্যদিকে মধ্যরাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহলদল টিলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা উদ্ধার করে।
লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধ এখন আমাদের নিয়মিত দায়িত্বের অংশ হয়ে গেছে। এসব অভিযানের মাধ্যমে আমরা শুধু অপরাধীদের রুখে দিচ্ছি না, সীমান্ত এলাকার মানুষকেও নিরাপত্তা দিচ্ছি। দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতি রক্ষায় প্রতিটি অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জব্দ করা মাদক ও পণ্য আইনানুগ প্রক্রিয়ায় যথাক্রমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং শ্রীমঙ্গল কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরাচালানি চক্র শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।