রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

আইডি কার্ড নিয়ে বিরোধ

দুই কলেজের শিক্ষার্থীদের মারামারি সায়েন্সল্যাবে

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৫:১৯, ১৯ অক্টোবর ২০২৫

দুই কলেজের শিক্ষার্থীদের মারামারি সায়েন্সল্যাবে

ঢাকার সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে এই সংঘর্ষ হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, দুপুরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কলেজ আইডি কার্ড ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির চার-পাঁচজন শিক্ষার্থী। এর পরই দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সামান্য সময়ের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎই সায়েন্সল্যাব মোড়ে ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘হঠাৎ কয়েকজন শিক্ষার্থী একজনকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, তারপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।’

ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে। উভয় পক্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন