রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দোভাষীর রহস্যজনক মৃত্যু

বাসা থেকে মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদী প্রতিনিধি 

প্রকাশ: ১৫:৪০, ১৯ অক্টোবর ২০২৫

বাসা থেকে মরদেহ উদ্ধার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত আনোয়ার আহমেদ (৫২) নামে এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের লাদেন মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার আহমেদ চট্টগ্রাম সিটির পাঁচলাইশ পূর্ব নাছিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি রাশিয়ান কোম্পানি নিকিমথে (Nikimath) দোভাষী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজের সুবাদে আনোয়ার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের লাদেন মোড়ে একাই ভাড়া থাকতেন। ১০ দিনের ছুটি শেষে শুক্রবার তিনি চট্টগ্রাম থেকে ফিরে আসেন। পরদিন রাতে তার ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে ও কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক হাবিবুর রহমান বিষয়টি সন্দেহজনক মনে করেন এবং ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রকল্প এলাকায় এই মৃত্যুকে ঘিরে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই বলছেন, রূপপুর প্রকল্পের কঠিন কর্মপরিবেশে কর্মরতদের শারীরিক ও মানসিক চাপ বেড়ে যাচ্ছে, যা হঠাৎ মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে।
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন