রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৭:৫৭, ১৯ অক্টোবর ২০২৫

খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি অনুমোদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুতে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমোদন দেওয়া হয়, এর আগে গত জুন মাসে আরও একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি মেলে। গাড়িগুলোর মডেল বা সরবরাহকারী দেশ এখনো চূড়ান্ত হয়নি, তবে জাপান থেকে কেনার বিষয়ে আলোচনা চলছে বলে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর সমাজকালকে জানান,‘আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে জনসংযোগে অংশ নেবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।’

এদিকে বিএনপি দলীয় সূত্র জানিয়েছে, বুলেটপ্রুফ যানবাহনের পাশাপাশি অগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্যও আবেদন করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে একটি শটগান ও দুটি পিস্তল। এসব লাইসেন্স প্রদানের বিষয়টি এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।

রাজনৈতিক অঙ্গনে বাড়তি তৎপরতার প্রেক্ষাপটে বিএনপি শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা জোরদারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দলটির সূত্র বলছে, সম্ভাব্য নির্বাচনী সফর ও প্রচার অভিযানে অংশ নিতে গিয়ে যেকোনো ধরনের হুমকি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন