মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধিরা
প্রকাশ: ১৪:৪২, ১৯ অক্টোবর ২০২৫

ছবি: সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধিরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে অর্থ বিভাগ এক অফিস আদেশে জানায়, ৬টি শর্ত সাপেক্ষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধি করা হবে। উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষরিত এ আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়।
তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।তারা জানিয়েছেন, “শুধু ৫ শতাংশ নয়—আমাদের দাবি হলো বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করতে হবে।”
এরই ধারাবাহিকতায়, রোববারও জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবি—এই তিনটি ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সাক্ষাৎ শেষে শিক্ষক প্রতিনিধিরা জানান, মির্জা ফখরুল তাদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং বলেন, “শিক্ষকরা জাতির মেরুদণ্ড। তাদের ন্যায্য দাবি পূরণ না করা সরকারের অদূরদর্শিতা।”