জুলাই সনদে সই করবে গণফোরাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫২, ১৯ অক্টোবর ২০২৫

সংবিধানের সপ্তম তপশিল থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়া হচ্ছে না– এ নিশ্চয়তার পর জুলাই সনদে সইয়ের সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে ঐকমত্য কমিশনের কার্যালয়ে সনদ সই করার কথা রয়েছে সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনের।
ঐকমত্য কমিশন জানায়, পঞ্চম ও ষষ্ঠ তপশিল বাদের প্রস্তাবে সপ্তমও যুক্ত হয়েছিল ভুলবশত। শেষ সময়ে তা নজরে আসে। সংবিধানের সপ্তম তপশিলে যুক্ত স্বাধীনতার ঘোষণাপত্র থাকবে। তবে জুলাই সনদ আগেই মুদ্রিত হয়ে যাওয়ায় গত শুক্রবার সই অনুষ্ঠানের আগে তা সংশোধন করা যায়নি।
সংশোধন না হওয়ায় শুক্রবার সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সনদে সই করেনি গণফোরাম। বাহাত্তরের মূলনীতি বাদ দেওয়ায় সিপিবি, বাসদসহ চারটি বাম দলও সনদে সই করেনি। সনদের বাস্তবায়ন পদ্ধতির খসড়া চূড়ান্ত না হওয়ায় সই করেনি এনসিপি।
গণফোরামে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ বলেন, সনদ সংশোধন হওয়ায় সই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১১ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৫০(২) অনুচ্ছেদে নতুন তিনটি তপশিল যুক্ত করে। পঞ্চম তপশিলে ৭ মার্চে ভাষণ, ষষ্ঠ তপশিলে ২৫ মার্চ রাতের বেতার বার্তাকে স্বাধীনতার ঘোষণা স্বীকৃতি দিয়ে যুক্ত করা হয়। সপ্তম তপশিল একাত্তরের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে।