ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানালেন সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩৬, ১৯ অক্টোবর ২০২৫

ছবি: সংগৃহীত
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে দেওয়া নিজের বক্তব্যের প্রসঙ্গে ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,“একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমার বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে—এটাকে আমি স্বাগত জানাই। এভাবেই গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত।”
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, তার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সঙ্গেও কথা বলেছিল, ঐকমত্য কমিশনের সঙ্গেও কথা বলেছিল। তাদের কিছু যৌক্তিক দাবি ছিল, আমি নিজেও সেই দাবির প্রতি সমর্থন জানিয়েছিলাম। এরপর প্রফেসর আলী রীয়াজও বিষয়টি সঠিকভাবে ব্যাখ্যা করেছেন। তাই তাদের অসন্তোষ থাকার কথা নয়।”
তিনি আরও বলেন,“এখানে কোনো প্রকৃত জুলাই যোদ্ধা বা জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত সংগঠন বা ব্যক্তি সেই বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িত নয়। বরং কিছু উশৃঙ্খল ব্যক্তি ও ফ্যাসিস্ট সরকারের দোসররা ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা মনে করি।”
সালাহউদ্দিন দাবি করেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি বলেন,“আমার বক্তব্যের একটি অংশ কেটে উপস্থাপন করা হয়েছে। আমি স্পষ্টই বলেছি—জুলাই যোদ্ধারা ঐ বিশৃঙ্খলার সঙ্গে জড়িত নয়, বরং তাঁদের সম্মান রক্ষার পক্ষেই আমি কথা বলেছি।”
তিনি যোগ করেন,“আমার উদ্দেশ্য ছিল, কেউ যেন জুলাই যোদ্ধাদের অযথা দোষারোপ না করে। আমি তাদের সম্মানিত করার চেষ্টাই করেছি।”
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে সালাহউদ্দিন বলেন,“এগুলো এখনো তদন্তাধীন। তবে আমার মনে হয়, কিছু কিছু ঘটনা একই সূত্রে গাঁথা—দেশে অস্থিরতা সৃষ্টির জন্যই এমন কর্মকাণ্ড ঘটতে পারে। এতে পতিত ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে।”
তিনি আরও বলেন, “সরকার একটি তদন্ত টিম করেছে, তাদের অনুসন্ধানের ফলাফল আসুক—তারপরই মন্তব্য করা উচিত হবে।”