শাপলা ছাড়া কোনো বিকল্প নেই: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৫৭, ১৯ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নেই।”
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, “ইসি আমাদের ‘শাপলা’ প্রতীক না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারেনি। শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। তারা মধ্যযুগীয় রাজা-বাদশাদের মতো আচরণ করছে। কমিশনের সিদ্ধান্ত আগারগাঁও থেকে হয় না, অন্য কারও হাতে রিমোট কন্ট্রোল আছে।”
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের এমন মনোভাব গণবিশ্বাস নষ্ট করছে এবং সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।
এনসিপির এই নেতা বলেন, “নির্বাচন কমিশনের রিমোট অন্য কোথাও থেকে সুইচ টেপা হচ্ছে,”।
হাসনাত আরও বলেন, “বর্তমান কমিশনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার মতো যোগ্যতা নেই। আমরা চাই না, তাদের পরিণতি নুরুল হুদার কমিশনের মতো হোক। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে তাদের নিরপেক্ষতা দেখাতে হবে।”
শাপলা প্রতীক নিয়ে কমিশনের সঙ্গে টানাপোড়েনের বিষয়ে তিনি জানান, রাজনৈতিকভাবেই এ ইস্যুর মোকাবিলা করা হবে।
গত জুনে নিবন্ধন আবেদনের সময় এনসিপি ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ — এই তিনটি প্রতীক প্রস্তাব করেছিল। পরে দলটি অন্য দুই প্রতীক থেকে সরে এসে শুধু শাপলায় স্থির হয়।
কিন্তু রাজনৈতিক দলের জন্য নির্ধারিত প্রতীক তালিকায় শাপলা না থাকায় নির্বাচন কমিশন বারবার এনসিপির আবেদন নাকচ করে দেয়।সবশেষ ৭ অক্টোবর এনসিপি প্রতীক হিসেবে শাপলা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে সাতটি নমুনা চিত্র পাঠায়। তবে কমিশন জানায়, বিধিমালার তালিকাভুক্ত প্রতীক থেকেই বেছে নিতে হবে।
এনসিপির মতে, শাপলা প্রতীক তাদের রাজনৈতিক পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে, এবং দলটি এ প্রতীক ছাড়া নির্বাচনে যাবে না।