মমতা নিজেকে সংবিধানের ঊর্ধ্বে ভাবেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯:২২, ১৯ অক্টোবর ২০২৫

ছবি : সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তীব্র ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে। তার অভিযোগ— “মমতা নিজেকে সংবিধানের ঊর্ধ্বে মনে করেন। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে তৃণমূলের মতো দলগুলো ভোটব্যাঙ্কের স্বার্থে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয়। রেড কার্পেট বিছিয়ে তাদের স্বাগত জানানো হয়।”
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শনিবার পাটনায় এবিপি নিউজ আয়োজিত এক মিডিয়া কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, “সীমান্ত এলাকা সহজ জায়গা নয়— সেখানে নদী, বনজঙ্গল ও পাহাড় রয়েছে। তাই সব জায়গায় ফেন্সিং বা ২৪ ঘণ্টা নজরদারি সম্ভব নয়। অনেক সময় চেকপোস্ট বানানো হলেও তা বন্যায় ভেসে যায়। যারা বাংলাদেশ বা পাকিস্তান সীমান্তে গেছেন, তারা জানেন পরিস্থিতি কত জটিল। লুটিয়েন্স দিল্লিতে বসে প্রশ্ন তোলা সহজ, কিন্তু বাস্তবতা অন্যরকম।”
শাহ এরপর দায় ঠেলেছেন রাজ্য প্রশাসনের দিকে। তার প্রশ্ন— “অনুপ্রবেশকারীরা যখন কোনও গ্রামে ঢোকে, তখন কি স্থানীয় থানা বা পাটোয়ারীরা জানতে পারে না? বাংলা ও ঝাড়খণ্ডে অনুপ্রবেশ ঘটে কারণ প্রশাসনকে বলা হয়েছে তাদের লাল গালিচা দিয়ে স্বাগত জানাতে— কারণ তারাই ভোট দেয়।”
তিনি আরও বলেন, “যদি সত্যিই অনুপ্রবেশ রোধ করতে হয়, তবে স্থানীয় প্রশাসন ও পুলিশকে দায়িত্ব নিতে হবে। একেকটি গ্রামে নতুন ২৫ জন মানুষ এলে, প্রশাসনের চোখে তা ধরা পড়বে না— এটা কীভাবে সম্ভব?”
অমিত শাহ দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে অনুপ্রবেশের হার কমে এসেছে। উদাহরণ টেনে তিনি বলেন, “গুজরাট বা রাজস্থানে অনুপ্রবেশ হয় না, আসামেও এখন নিয়ন্ত্রণে। কারণ সেখানে বিজেপি সরকার আছে। কিন্তু পশ্চিমবঙ্গে দিদির সরকার থাকলে অনুপ্রবেশ থামবে না।”
শেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “২০২৬ সালে পশ্চিমবঙ্গে যদি আমরা মমতার সরকারকে উৎখাত করতে পারি, তাহলে অনুপ্রবেশও বন্ধ হবে।”