ভ্যাটিকান লাইব্রেরিতে নামাজের স্থান চালু
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২১:১৩, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৪৮, ১৯ অক্টোবর ২০২৫

ভ্যাটিকান অ্যাপোস্টলিক লাইব্রেরি। ছবি: সংগৃহীত
বিশ্বখ্যাত ভ্যাটিকান অ্যাপোস্টলিক লাইব্রেরি মুসলিম গবেষকদের জন্য আলাদা নামাজের স্থান চালু করেছে। লাইব্রেরিতে গবেষণার কাজে আসা মুসলিমদের অনুরোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রিফেক্ট ফাদার জিয়াকোমো কারদিনালি।
ইতালির দৈনিক লা রেপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদার কারদিনালি বলেন, মুসলিম গবেষকরা তাদের ধর্মীয় দায়িত্ব পালনের জন্য একটি ছোট জায়গার অনুরোধ জানিয়েছিলেন। আমরা তাদের অনুরোধকে সম্মান জানিয়ে একটি কার্পেট বিছানো ঘর নামাজের জন্য বরাদ্দ করেছি।
পঞ্চদশ শতকের মধ্যভাগে প্রতিষ্ঠিত ভ্যাটিকান লাইব্রেরি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র। এখানে রয়েছে বিপুলসংখ্যক পাণ্ডুলিপি, প্রাচীন মুদ্রণকর্ম, আর্কাইভ উপকরণ ও সংস্কৃতিক নিদর্শন।
ফাদার কারদিনালি জানান, লাইব্রেরির সংগ্রহে রয়েছে বহু প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি, পাশাপাশি হিব্রু, ইথিওপিয়, আরবি ও চীনা ভাষার অমূল্য গ্রন্থও। তিনি এটিকে একটি সর্বজনীন গ্রন্থাগার হিসেবে অভিহিত করেন।
বর্তমানে ভ্যাটিকান লাইব্রেরিতে প্রায় ৮০ হাজার পাণ্ডুলিপি, ৫০ হাজার আর্কাইভ দলিল, প্রায় ২০ লাখ মুদ্রিত বই এবং বিপুলসংখ্যক মুদ্রা, পদক, খোদাইচিত্র ও প্রিন্ট সংরক্ষিত রয়েছে।
ধর্মীয় পরিচয় নির্বিশেষে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা ভ্যাটিকান লাইব্রেরিতে গবেষণার সুযোগ পান। নতুন এই নামাজের স্থানের উদ্যোগটিকে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।