বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

এক মাসে রওজা শরিফে সাড়ে তিন লাখ মুসল্লি

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ২৩:৩৫, ১২ অক্টোবর ২০২৫

এক মাসে রওজা শরিফে সাড়ে তিন লাখ মুসল্লি

মদিনার মসজিদে নববীতে অবস্থিত রওজা শরিফে চলতি হিজরি মাস রবিউস সানিতে নামাজ আদায় করেছেন সাড়ে তিন লাখের বেশি মুসল্লি। সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানের দায়িত্বে থাকা জেনারেল অথরিটি এ জানিয়েছে।

রওজা শরিফ হলো মসজিদে নববীর সেই বরকতময় স্থান, যা নবী মুহাম্মদ (সা.)-এর দেহ মোবারক ও তার মিম্বরের মধ্যবর্তী জায়গায় অবস্থিত।

অথরিটি আরও জানায়, একই সময়ে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে আগত ওমরাহ পালনকারী ও দর্শনার্থীর সংখ্যা ১ কোটি ৩০ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মসজিদুল হারামে আগমনকারী মুসল্লির সংখ্যা ছিল ৪২ লাখের বেশি এবং ওমরাহ পালন করেছেন ২৮ লাখ ৮৭ হাজারেরও বেশি মানুষ।

মসজিদে নববীতে আগত দর্শনার্থীর সংখ্যা ছিল ১৭ লাখ ৯০ হাজার ৮৮৫ জন, যাদের মধ্যে রওজা শরিফে নামাজ আদায় করেছেন সাড়ে ৩ লাখের বেশি মুসল্লি এবং ৪ লাখ ৭৮ হাজার ৪০৩ জন নবী করিম (সা.)-এর প্রতি সালাম পেশ করেছেন।

জনসমাগম ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সৌদি কর্তৃপক্ষ উন্নত প্রযুক্তির ব্যবহার করছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর প্রধান প্রবেশপথগুলোতে স্থাপন করা হয়েছে সেন্সর রিডার, যা আগত মুসল্লিদের সংখ্যা নির্ণয় করে। এই প্রযুক্তি কর্তৃপক্ষকে জনস্রোত পর্যবেক্ষণ ও পরিচালনায় সহায়তা করছে বলে জানিয়েছে তারা।

সূত্র : সৌদি গেজেট

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু