মসজিদুল হারামের জুমার খুতবা
সৎকর্ম ও তাকওয়ার মধ্যেই মানুষের পূর্ণতা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৮:৪১, ১০ অক্টোবর ২০২৫

শায়খ বান্দার বালিলা
পবিত্র মসজিদুল হারামের খতিব শায়খ বান্দার বালিলা আজকের জুমার খুতবায় মুসলমানদের আল্লাহভীতি ও আনুগত্যের প্রতি গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘মানুষের প্রকৃত পূর্ণতা নির্ভর করে তার তাকওয়া ও সৎকর্মের ওপর।’
খতিব বালিলা বলেন, ‘একজন মুসলমানের শ্রেষ্ঠত্ব তখনই পরিপূর্ণ হয়, যখন সে এমন কাজ থেকে বিরত থাকে, যা তার জন্য প্রযোজ্য নয় বা অপ্রয়োজনীয়। এটি জ্ঞান ও ঈমানের পূর্ণতার অন্যতম লক্ষণ।’ অতঃপর এমন একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি এই বিষয়টি ব্যাখ্যা করেন।
তিনি আরো বলেন, ‘জীবনের লক্ষ্য হওয়া উচিত এমন বিষয় নিয়ে মনোযোগী হওয়া, যা দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। উপকারী জ্ঞান অর্জন, সৎকর্ম সম্পাদন এবং দায়িত্ব পালনে যত্নবান হওয়াই একজন প্রকৃত মুমিনের পরিচায়ক।’
তিনি সতর্ক করে বলেন, ‘অন্যের বিষয় নিয়ে অযথা সময় নষ্ট করা এবং অপ্রয়োজনীয় বিষয়ে জড়ানো থেকে বিরত থাকতে হবে। কারণ এসব আচরণ মানুষকে সৎপথ থেকে দূরে সরিয়ে দেয় এবং আত্মিক উন্নতির পথে অন্তরায় সৃষ্টি করে।’
জুমার খুতবার শেষাংশে খতিব বালিলা মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন মুসলমানরা নিজেদের জীবনকে সৎকর্মে নিয়োজিত করে এবং তাকওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়।
সূত্র : সৌদি প্রেস এজেন্সি