রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

আজ লক্ষীপূজা, চলছে লক্ষীর আরাধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩২, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:৩৬, ৬ অক্টোবর ২০২৫

আজ লক্ষীপূজা, চলছে লক্ষীর আরাধনা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা উদযাপিত হচ্ছে আজ সোমবার ৬ অক্টোবর। 

শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে এ পূজা হয়। এ দিন ধন-সম্পদের দেবী হিসেবে লক্ষ্মীর আরাধনা করা হয়।

সরা ও প্রতিমা দিয়ে পূজা সম্পন্ন করার পাশাপাশি বাড়ির আঙিনা ও মেঝেতে লক্ষ্মীর পায়ের ছাপ ও ধানের ছড়ার আল্পনা আঁকাও এ পূজার অন্যতম অনুষঙ্গ।

হিন্দু শাস্ত্রমতে, ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী বিষ্ণুর পত্নী এবং তার শক্তির উৎস। বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে লক্ষ্মী যথাক্রমে সীতা ও রাধা রূপে তার সঙ্গিনী হন।

পঞ্জিকা অনুযায়ী, সোমবার বেলা ১১টা ৫৪ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হয়েছে, যা চলবে মঙ্গলবার সকাল ১০টা ১ মিনিট পর্যন্ত।

পূজার পাশাপাশি অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হয়।

লক্ষী পূজা মূলত কোজাগরী পূজা হিসেবেও পরিচিত, এবং এটি কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। পূজার প্রস্তুতি শুরু হয় আগে থেকেই। মন্দির ও বাড়ির বিভিন্ন স্থানে লক্ষ্মী মূর্তি স্থাপন করা হয়। এই দিনে মানুষ বিভিন্ন ধরনের পণ্য এবং ফলমূল দিয়ে দেবী লক্ষ্মীর জন্য বিশেষ পুজো করেন। ঘর-বাড়ি পরিষ্কার করে, আলোকিত করে, ফুল ও মিষ্টান্ন দিয়ে সাজানো হয়।

লক্ষী পূজা বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি সম্প্রদায়ের মধ্যে ঐক্য, বন্ধন এবং আনন্দের প্রতীক। বিশেষ করে ব্যবসায়ী ও দোকানদারেরা এই দিনে নতুন বই, হিসাবের খাতা এবং অন্যান্য ব্যবসায়িক সামগ্রী শুরু করেন, যাতে নতুন বছরে সমৃদ্ধি লাভ হয়।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সাড়ম্বরে লক্ষী পূজা উদযাপিত হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন মন্দির এবং সম্প্রদায়ে লক্ষী পূজার বিশেষ আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পূজা, আরাধনা, ভোগ নিবেদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 

স্থানীয়ভাবে হিন্দু ধর্মাবলম্বীরা এই পূজা উপলক্ষে একত্রিত হয়ে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করছেন। এতে বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক যেমন, আলপনা, সঙ্গীত ও নৃত্য প্রদর্শিত হচ্ছে।

অনেক মন্দির এবং সামাজিক সংগঠন লক্ষী পূজার অনুষ্ঠান সম্প্রচার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে, যাতে সবাই এতে অংশগ্রহণ করতে পারে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা