বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

আজ লক্ষীপূজা, চলছে লক্ষীর আরাধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩২, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:৩৬, ৬ অক্টোবর ২০২৫

আজ লক্ষীপূজা, চলছে লক্ষীর আরাধনা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা উদযাপিত হচ্ছে আজ সোমবার ৬ অক্টোবর। 

শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে এ পূজা হয়। এ দিন ধন-সম্পদের দেবী হিসেবে লক্ষ্মীর আরাধনা করা হয়।

সরা ও প্রতিমা দিয়ে পূজা সম্পন্ন করার পাশাপাশি বাড়ির আঙিনা ও মেঝেতে লক্ষ্মীর পায়ের ছাপ ও ধানের ছড়ার আল্পনা আঁকাও এ পূজার অন্যতম অনুষঙ্গ।

হিন্দু শাস্ত্রমতে, ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী বিষ্ণুর পত্নী এবং তার শক্তির উৎস। বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে লক্ষ্মী যথাক্রমে সীতা ও রাধা রূপে তার সঙ্গিনী হন।

পঞ্জিকা অনুযায়ী, সোমবার বেলা ১১টা ৫৪ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হয়েছে, যা চলবে মঙ্গলবার সকাল ১০টা ১ মিনিট পর্যন্ত।

পূজার পাশাপাশি অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হয়।

লক্ষী পূজা মূলত কোজাগরী পূজা হিসেবেও পরিচিত, এবং এটি কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। পূজার প্রস্তুতি শুরু হয় আগে থেকেই। মন্দির ও বাড়ির বিভিন্ন স্থানে লক্ষ্মী মূর্তি স্থাপন করা হয়। এই দিনে মানুষ বিভিন্ন ধরনের পণ্য এবং ফলমূল দিয়ে দেবী লক্ষ্মীর জন্য বিশেষ পুজো করেন। ঘর-বাড়ি পরিষ্কার করে, আলোকিত করে, ফুল ও মিষ্টান্ন দিয়ে সাজানো হয়।

লক্ষী পূজা বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি সম্প্রদায়ের মধ্যে ঐক্য, বন্ধন এবং আনন্দের প্রতীক। বিশেষ করে ব্যবসায়ী ও দোকানদারেরা এই দিনে নতুন বই, হিসাবের খাতা এবং অন্যান্য ব্যবসায়িক সামগ্রী শুরু করেন, যাতে নতুন বছরে সমৃদ্ধি লাভ হয়।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সাড়ম্বরে লক্ষী পূজা উদযাপিত হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন মন্দির এবং সম্প্রদায়ে লক্ষী পূজার বিশেষ আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পূজা, আরাধনা, ভোগ নিবেদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 

স্থানীয়ভাবে হিন্দু ধর্মাবলম্বীরা এই পূজা উপলক্ষে একত্রিত হয়ে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করছেন। এতে বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক যেমন, আলপনা, সঙ্গীত ও নৃত্য প্রদর্শিত হচ্ছে।

অনেক মন্দির এবং সামাজিক সংগঠন লক্ষী পূজার অনুষ্ঠান সম্প্রচার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে, যাতে সবাই এতে অংশগ্রহণ করতে পারে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু