রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

আজ লক্ষীপূজা, চলছে লক্ষীর আরাধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩২, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:৩৬, ৬ অক্টোবর ২০২৫

আজ লক্ষীপূজা, চলছে লক্ষীর আরাধনা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা উদযাপিত হচ্ছে আজ সোমবার ৬ অক্টোবর। 

শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে এ পূজা হয়। এ দিন ধন-সম্পদের দেবী হিসেবে লক্ষ্মীর আরাধনা করা হয়।

সরা ও প্রতিমা দিয়ে পূজা সম্পন্ন করার পাশাপাশি বাড়ির আঙিনা ও মেঝেতে লক্ষ্মীর পায়ের ছাপ ও ধানের ছড়ার আল্পনা আঁকাও এ পূজার অন্যতম অনুষঙ্গ।

হিন্দু শাস্ত্রমতে, ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী বিষ্ণুর পত্নী এবং তার শক্তির উৎস। বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে লক্ষ্মী যথাক্রমে সীতা ও রাধা রূপে তার সঙ্গিনী হন।

পঞ্জিকা অনুযায়ী, সোমবার বেলা ১১টা ৫৪ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হয়েছে, যা চলবে মঙ্গলবার সকাল ১০টা ১ মিনিট পর্যন্ত।

পূজার পাশাপাশি অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হয়।

লক্ষী পূজা মূলত কোজাগরী পূজা হিসেবেও পরিচিত, এবং এটি কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। পূজার প্রস্তুতি শুরু হয় আগে থেকেই। মন্দির ও বাড়ির বিভিন্ন স্থানে লক্ষ্মী মূর্তি স্থাপন করা হয়। এই দিনে মানুষ বিভিন্ন ধরনের পণ্য এবং ফলমূল দিয়ে দেবী লক্ষ্মীর জন্য বিশেষ পুজো করেন। ঘর-বাড়ি পরিষ্কার করে, আলোকিত করে, ফুল ও মিষ্টান্ন দিয়ে সাজানো হয়।

লক্ষী পূজা বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি সম্প্রদায়ের মধ্যে ঐক্য, বন্ধন এবং আনন্দের প্রতীক। বিশেষ করে ব্যবসায়ী ও দোকানদারেরা এই দিনে নতুন বই, হিসাবের খাতা এবং অন্যান্য ব্যবসায়িক সামগ্রী শুরু করেন, যাতে নতুন বছরে সমৃদ্ধি লাভ হয়।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সাড়ম্বরে লক্ষী পূজা উদযাপিত হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন মন্দির এবং সম্প্রদায়ে লক্ষী পূজার বিশেষ আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পূজা, আরাধনা, ভোগ নিবেদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 

স্থানীয়ভাবে হিন্দু ধর্মাবলম্বীরা এই পূজা উপলক্ষে একত্রিত হয়ে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করছেন। এতে বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক যেমন, আলপনা, সঙ্গীত ও নৃত্য প্রদর্শিত হচ্ছে।

অনেক মন্দির এবং সামাজিক সংগঠন লক্ষী পূজার অনুষ্ঠান সম্প্রচার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে, যাতে সবাই এতে অংশগ্রহণ করতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ইসির সংলাপের তালিকায় পরিবর্তন
রাজনীতি থেকে অবসরের ঘোষণা শমসের মবিন চৌধুরীর
জর্জিয়াকে বড় ব্যবধানে বিধ্বস্ত করে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
ভিসা বিষয়ে ব্রিটিশ হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা
খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ
বেক্সিমকো টেক্সটাইল খুলছে, রিভাইভালের লিজে কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক