রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

মসজিদে হারামের জুমার খুতবা

মুসলিম ঐক্য ও আল্লাহর ওপর ভরসার আহ্বান

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৮:৩৬, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৪৪, ১৭ অক্টোবর ২০২৫

মুসলিম ঐক্য ও আল্লাহর ওপর ভরসার আহ্বান

শুক্রবার মসজিদে হারামে খুতবা দিচ্ছেন শায়খ সালেহ বিন হুমাইদ। ছবি : সংগৃহীত

মসজিদে হারামের খতিব শায়খ সালেহ বিন হুমাইদ আজ জুমার খুতবায় মুসলিম ঐক্য, আল্লাহর ওপর ভরসা, সৎকর্মের প্রতিদান নিয়ে চিন্তাভাবনা এবং দোয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, আল্লাহভীতিই মুমিনের জীবনের মূল শক্তি, যা মানুষকে সৎপথে স্থির রাখে এবং আল্লাহর নিকটবর্তী করে। 

খুতবার মূল অংশে শায়খ সালেহ সুরা কাহফে বর্ণিত গুহাবাসীদের (আসহাবে কাহফ) কাহিনি তুলে ধরেন। তিনি বলেন, এই কাহিনিতে রয়েছে তাওহিদের শিক্ষা, ইমানের দৃঢ়তা এবং আল্লাহর ওপর ভরসা রাখার পাশাপাশি প্রয়োজনীয় বাস্তব পদক্ষেপ গ্রহণের দিকনির্দেশনা। গুহাবাসীরা কেবল বিশ্বাসেই নয়, কর্মেও দৃঢ় ছিলেন। তাদের ধৈর্য, ত্যাগ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা আজও ইমানদারদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। 

তিনি আরও বলেন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা মানে দায়িত্বহীনতা নয়, বরং তা হলো ইমানের সঙ্গে বিচক্ষণতা ও পরিশ্রমের সমন্বয়। ইসলামে তাওয়াক্কুলের অর্থ হলো আল্লাহর ওপর নির্ভর করা, কিন্তু নিজের সাধ্যের সবটুকু প্রয়োগ করাও ফরজ দায়িত্ব।

খুতবার শেষাংশে শায়খ সালেহ মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক ভালোবাসার আহ্বান জানান। তিনি বলেন, বিভক্তি কখনোই মুসলমানদের কল্যাণ বয়ে আনতে পারে না। প্রকৃত সাফল্য ও হেদায়েত আল্লাহর দান, যা পাওয়া যায় নিষ্ঠা, সৎকর্ম ও আল্লাহভীতির মাধ্যমে।

খুতবার মাধ্যমে তিনি মুসলিম বিশ্বকে স্মরণ করিয়ে দেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনই জীবনের আসল লক্ষ্য। ঐক্য, সৎচরিত্র ও আমলের মাধ্যমেই মুসলমানরা বিশ্বে সম্মান ও শান্তি লাভ করতে পারে।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি

আরও পড়ুন