রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

মসজিদে নববীর খুতবা

ঈমানই মানুষের জীবনকে অর্থবহ করে

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৯:০৩, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:১৮, ১৭ অক্টোবর ২০২৫

ঈমানই মানুষের জীবনকে অর্থবহ করে

মসজিদে নববীতে জুমার খুতবা শুনছেন মুসল্লিরা

 

পবিত্র মসজিদে নববীর খতিব শায়খ আহমদ আল-হুজাইফি জুমার খুতবায় মুসলিম উম্মাহকে আল্লাহভীতির নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, প্রকৃত জীবন তখনই অর্জিত হয়, যখন অন্তর ও আত্মা ঈমানের সঙ্গে যুক্ত থাকে। ঈমানই মানুষের জীবনকে অর্থবহ ও আলোকিত করে। 

মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন শায়খ আহমদ আল-হুজাইফি

শায়খ আল-হুজাইফি বলেন, প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর দিকে ফিরে আসা এবং তার কাছে দোয়া করা মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। দোয়া ও বিনয়ভরে আল্লাহর নিকট প্রার্থনা করাই হলো প্রকৃত দাসত্বের প্রকাশ।

তিনি আরো বলেন, দুনিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ ও সংকটে মুমিনের উচিত আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এবং তার নিকট সাহায্য চাওয়া। দোয়ার মাধ্যমে বান্দা তার দুর্বলতা স্বীকার করে আল্লাহর মহিমা উপলব্ধি করে।

খতিব মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘আল্লাহর সন্তুষ্টি অর্জনই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। দোয়া, জিকির ও তওবার মাধ্যমে হৃদয়কে পরিশুদ্ধ রাখুন, কারণ আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার দিকে ফিরে আসে।’

জুমার এই খুতবায় তিনি আত্মশুদ্ধি, ঈমানদারিত্ব ও আল্লাহভীতির মাধ্যমে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব আরোপ করেন।

সূত্র : এসপিএ

আরও পড়ুন