রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

ফরিদপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২০ দোকান

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৬, ১৯ অক্টোবর ২০২৫

ফরিদপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২০ দোকান

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাজার জুড়ে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও মুহূর্তের মধ্যে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বাজারের নাছির দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা আশপাশের ঔষধের দোকান, কাপড়ের দোকান, কসমেটিকস, খাবারের হোটেল ও মুদি দোকানে ছড়িয়ে পড়ে। অল্প সময়েই আগুনের লেলিহান শিখায় বাজারের একটি বড় অংশ পুড়ে যায়।

খবর পেয়ে মধুখালি ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি।

বোয়ালমারী ফায়ার স্টেশনের কর্মকর্তা মাসুদ মোল্লা জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের সহায়তা চেয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন