রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে এখনো ধোঁয়া, তদন্তে বিমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:০৪, ১৯ অক্টোবর ২০২৫

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে এখনো ধোঁয়া, তদন্তে বিমান

ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও রবিবার (১৯ অক্টোবর) দুপুর পর্যন্ত ধোঁয়া উড়তে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো দুইপাশ থেকে পানি ছিটিয়ে ধোঁয়া বন্ধে কাজ করছেন।

শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের আমদানি পণ্য রাখার অংশে এই আগুন লাগে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাত ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং বিমানবন্দরের কার্যক্রম চালু হয়।

আজ রবিবার দুপুর সোয়া ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, কার্গো ভিলেজের ৮ নম্বর ফটকের উত্তর পাশ ও প্রবেশমুখ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। স্থানীয়ভাবে সেখানে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। বিমানবন্দরের ফ্লাইট চলাচল যদিও স্বাভাবিক রয়েছে, তবু কার্গো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা। এছাড়া বিজিএমইএ-এর একটি প্রতিনিধি দলও ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে।

শনিবার রাতে দুর্ঘটনার কারণ ও দায়দায়িত্ব নির্ধারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্গো ভিলেজের বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন