রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

দীপাবলি উপলক্ষে মঙ্গলবার বেনাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

চালু থাকবে কাস্টমস ও যাত্রী পারাপার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১৬:৫৯, ১৯ অক্টোবর ২০২৫

চালু থাকবে কাস্টমস ও যাত্রী পারাপার

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে ছুটি ঘোষণার কারণে মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের প্রধান প্রবেশপথ বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানিয়েছেন, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ সোমবার বিকেল থেকেই কার্যক্রম স্থগিত রাখবে। ফলে মঙ্গলবার পুরোদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো পণ্য আমদানি বা রপ্তানি হবে না।

তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ প্রশাসনিক কাজ স্বাভাবিকভাবে চলবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম। তিনি বলেন, ‘ভারতে কালীপূজার ছুটি থাকলেও বাংলাদেশ-ভারতের পাসপোর্টযাত্রীদের চলাচলে কোনো বাধা থাকবে না। যাত্রীরা স্বাভাবিক নিয়মে পারাপার করতে পারবেন।’

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, মঙ্গলবার কোনো পণ্য আমদানি বা রপ্তানি না হলেও বন্দর ও কাস্টমসের সব ধরনের কার্যক্রম খোলা থাকবে। ভারত থেকে আগত খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখাও খোলা রাখা হবে।

উল্লেখ্য, এর আগে দুর্গাপূজা উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

সবকিছু ঠিক থাকলে বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন