রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

ঈশ্বরদীতে ভয়াবহ বাস দুর্ঘটনা

দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে উল্টে আহত ২০

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৫:১০, ১৯ অক্টোবর ২০২৫

দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে উল্টে আহত ২০

পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া–কুষ্টিয়া মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মিরকামারী চাঁদ আলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গভীর রাতে মিরকামারী এলাকায় পৌঁছালে মহাসড়কের ওপর জমে থাকা কাদামাটির কারণে বাসটির চাকা পিছলে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে গিয়ে দুমড়ে–মুচড়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান সমাজকালকে জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা হয়। আহতদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।’

স্থানীয়রা জানান, সম্প্রতি মহাসড়কের ওই অংশে সংস্কার কাজের কারণে কাদামাটি জমে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। ফলে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন