রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

নতুন সূচিতে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:০৬, ১৯ অক্টোবর ২০২৫

নতুন সূচিতে মেট্রোরেল

রাজধানীর যাত্রীচাপ সামাল দিতে আজ রবিবার (১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল। প্রতিদিনের প্রথম ও শেষ ট্রেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। সকালে আরও আগে ট্রেন চালু হওয়ায় কর্মজীবী ও অফিসগামী যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

নতুন সূচি অনুযায়ী, উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেনটি ছাড়ছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছিল সকাল ৭টা ১০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে শেষ ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

এছাড়া শুক্রবারের সময়সূচিও পরিবর্তন হয়েছে—এখন থেকে শুক্রবার মেট্রোরেল চালু হবে দুপুর ২টা ৩০ মিনিটে, যা আগে শুরু হতো বিকেল ৩টায়।

সরেজমিন দেখা গেছে, সকালবেলায় তুলনামূলকভাবে যাত্রীসংখ্যা কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে স্টেশনগুলোতে ভিড় বাড়তে থাকে। নতুন সময়সূচি কার্যকর হওয়ায় অধিকাংশ যাত্রী সন্তোষ প্রকাশ করেছেন।

বর্তমানে প্রতিদিন ৪ লাখেরও বেশি যাত্রী উত্তরা থেকে মতিঝিল রুটে যাতায়াত করছেন। যাত্রীরা ট্রেনের ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবিও তুলেছেন।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ট্রিপ বাড়ানোর সম্ভাবনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বাড়ানো হতে পারে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন