রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

স্ত্রীসহ জুয়েলারি ব্যবসায়ী অপহৃত

মুক্তিপণের দাবি, ৪৮ ঘণ্টা পরও নিখোঁজ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৪:৪৮, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:৪৯, ১৯ অক্টোবর ২০২৫

মুক্তিপণের দাবি, ৪৮ ঘণ্টা পরও নিখোঁজ

ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে এক জুয়েলারি ব্যবসায়ী ও তার স্ত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত দম্পতির পরিবার জানায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে তারা বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ।

অপহৃতদের পরিচয় জানা গেছে—জুয়েলারি ব্যবসায়ী দীপঙ্কর চন্দ্র কর্মকার ওরফে দিপ এবং তার স্ত্রী স্বপ্না রানী রায়। স্থানীয় সূত্রে জানা যায়, তাঁরা বাজারে যাওয়ার পথে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন তাঁদের একটি মাইক্রোবাসে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

অপহরণের পর রাতে অপহরণকারীরা জামালপুর জেলার বকশীগঞ্জ এলাকায় ঘোরাফেরা করে বলে ধারণা করা হচ্ছে। রাত ১১টার দিকে ধামরাই পৌরসভার ঢলিভিটা এলাকার একটি সিএনজি স্টেশন থেকে অপহরণকারীরা দীপঙ্করের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ব্যবসায়ীর মা রেখা রানী রায় বলেন, ‘আমার ছেলে ও পুত্রবধূকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ফোনে পাঁচ লাখ টাকা চেয়েছে। এখন ওর ফোন বন্ধ। আমরা ভীষণ আতঙ্কে আছি।’

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও দীপঙ্কর ও স্বপ্না রানীর কোনো খোঁজ মেলেনি। পরিবার জানায়, শেষবারের মতো শুক্রবার দুপুরে দীপঙ্করের মোবাইল ফোন চালু ছিল, তারপর থেকে আর যোগাযোগ সম্ভব হয়নি।

ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এস এম কাউসার বলেন, ‘ব্যবসায়ীর মা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অপহরণকারীদের শনাক্ত ও দম্পতিকে উদ্ধারে দ্রুত অভিযান চালানো হবে।’

স্থানীয়রা বলছেন, এলাকায় সম্প্রতি অপরিচিত ব্যক্তিদের চলাচল বেড়েছে। এ নিয়ে আগেও উদ্বেগ ছিল।

পুলিশের ধারণা, অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সংগঠিত চক্রের সদস্য হতে পারে।

ধামরাই থানার একটি বিশেষ টিম ইতিমধ্যে মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন তথ্য যাচাই করছে বলে সূত্র জানিয়েছে। 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন