শাকসু নির্বাচন
লেভেল প্লেয়িং ফিল্ড নেই: অভিযোগ শাবিপ্রবি ছাত্রদলের
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২২:৫৮, ১৯ অক্টোবর ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ এনেছে শাবিপ্রবি শাখা ছাত্রদল। সংগঠনটির দাবি, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অসম ও একপাক্ষিক হবে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার।
তিনি বলেন, “যেসব সংগঠন প্রশাসনের ছত্রছায়ায় দীর্ঘদিন কার্যক্রম চালিয়েছে, তারাই নির্বাচনে সবচেয়ে বেশি সুবিধা পাবে। ফলে প্রতিযোগিতা নয়, বরং পক্ষপাতদুষ্ট নির্বাচন হবে।”
নাঈম আরও বলেন, “দীর্ঘ ১০ মাস ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিল। আমাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে দেওয়া হয়নি। এখন আচমকা নির্বাচন ডেকে প্রতিযোগিতার পরিবেশ না দিয়েই কারও স্বার্থে নির্বাচন আয়োজন করা হচ্ছে কি না- সেটি প্রশ্নবিদ্ধ।”
তিনি অভিযোগ করেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি হচ্ছে।
আবাসিক হলে আসন বণ্টনের প্রসঙ্গে নাঈম সরকার বলেন, “যে প্রশাসন আসন বণ্টনে ন্যায্যতা নিশ্চিত করতে পারে না, তারা কীভাবে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে?”
ছাত্রদলের অভিযোগ, শাকসু নির্বাচনের আগে প্রশাসনকে হল বণ্টন, নির্বাচনী প্রক্রিয়া ও নীতিমালায় স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে শাবিপ্রবি ছাত্রদল সাতটি প্রস্তাব তুলে ধরে। এর মধ্যে রয়েছে- সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে উৎসবমুখর পরিবেশে শাকসু নির্বাচন আয়োজন, স্বচ্ছ কোটানীতিমালা ও হল বরাদ্দ প্রক্রিয়া, ‘স্মার্ট ও সুরক্ষিত ক্যাম্পাস সনদ–২০২৫’ প্রণয়ন, প্রশাসনের নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিতকরণ ও ৫ আগস্টের পর ছাত্রদল উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়ন।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী জানান, শাকসু নির্বাচন আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।
১৯৯৭ সালে সর্বশেষ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর থেকে গত ২৮ বছর ধরে শাকসু অচল রয়েছে।