শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

আজ এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৪, ১৮ অক্টোবর ২০২৫

আজ এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৭ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। তারা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলছেন। আন্দোলনের অংশ হিসেবে আজ (শনিবার) দুপুরে তারা কালো পতাকা মিছিল করবেন। শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানিয়েছেন, ন্যায্য দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়বেন না।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, গত ১০ অক্টোবর রাত থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি এখন অনশনে রূপ নিয়েছে। প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য ইতিমধ্যেই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপিসহ অসংখ্য ব্যক্তি ও শিক্ষাকর্মীও এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হলে শহীদ মিনার ত্যাগ করবেন না।

দেলাওয়ার আজিজী আরও জানান, গতকাল থেকে অনশন কর্মসূচি শুরু হয়েছে। এর মাধ্যমে শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ এবং ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন বিলম্বে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। তিনি বলেন, আজ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে কালো পতাকা মিছিল, যেখানে শিক্ষক-কর্মচারীরা রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানাবেন।

শিক্ষক নেতারা স্পষ্ট জানিয়েছেন, যারা তাদের ন্যায্য অধিকারের বিরোধিতা করেছেন, তাদেরকে বর্জন করা হবে। বিদ্যালয়ে ঘণ্টা বাজবে না, কোথাও ক্লাস হবে না। শহীদ মিনারই থাকবে তাদের ঠিকানা। এর আগে গত ১২ অক্টোবর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর সোমবার থেকে দেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়।

সরকার ইতিমধ্যেই ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, কিন্তু শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। নেতারা জানিয়েছেন, সরকার ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আন্দোলন জোরদার করা হবে। আর এই আন্দোলন শিক্ষক সমাজের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার এক সংগ্রাম।

 

আরও পড়ুন