রাকসু নির্বাচন
ভোট ‘কারচুপির’ বিষয়ে সতর্ক করলো ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২১:১৪, ১৬ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট কারচুপির বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’। প্যানেলটি বলেছে, নির্বাচনে যাতে ভোট কারচুপি না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ভোট শেষে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলন থেকে এই আহ্বান জানায় প্যানেলটি।
প্যানেলের ভিপি পদপ্রার্থী প্রার্থী ফুয়াদ রাতুল বলেছেন, “কিছু প্যানেল সবার জন্যে সমান সুযোগ নিশ্চিতের শর্তকে বিঘ্ন করে মাত্রাতিরিক্ত অর্থ খরচ করেছে। উপহার বিলি, ভুরিভোজ আয়োজন, শিক্ষার্থীদের প্রাইভেসি লঙ্ঘনের মতন ঘটনার বিরুদ্ধে প্রশাসনের উদ্যোগ আমরা দেখতে পাইনি।
তিনি আরও বলেন, “আজ ভোটের দিনও একটি প্যানেলকে অবাধে ‘চোথা বিলি’ করতে দেওয়া হয়েছে। অথচ গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ আচরণবিধি মেনে ভোট কেন্দ্র হতে ৫০ গজ দূরে প্রচার চালাতে গেলে আমাদেরকে বাধা প্রদান করা হয়।”
শহীদুল্লাহ হলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কেউ কেউ ভোটকেন্দ্রের ভেতর ছাত্রশিবিরের প্যানেলের প্রচার চালিয়েছে বলেও অভিযোগ করেন এই ভিপি প্রার্থী।
এসময় ফুয়াদ রাতুল বলেন, “কিছু হলের প্রার্থী একের অধিক ব্যালট প্রাপ্তির কথা জানিয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ইচ্ছাকৃত ‘লাইন জ্যামিংয়ের’ ঘটনাও ঘটেছে। এ ছাড়া রাকসুতে অংশগ্রহণ করা দুটি প্যালেনের দলীয় নেতাকর্মীরা কাজলা ও বিনোদপুর গেইটে স্থানীয় নেতাকর্মীদের জমায়েত ঘটিয়েছে; যা ক্যাম্পাসে এক ধরনের ‘ভীতির পরিবেশ’ সৃষ্টি করেছে।”
ফুয়াদ রাতুল আরও বলেন, “রাকসুর ভোট গণনা যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। যেকোনো কারচুপির বিরুদ্ধে আমরা শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানাই।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শামীন ত্রিপুরা, শাহরিয়ার আলিফ, তারেক আশরাফ, নাসিম সরকার, কায়সার আহমেদ, আসাদ সাদিক রাফিসহ কয়েকজন প্রার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এখন ভোট গণনা ও ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা।